TRENDING:

Ajit Doval in Russia: অতো সস্তা নয় ভারত! ট্রাম্পকে টাইট দিতে রাশিয়া উড়ে গেলেন অজিত ডোভাল? আসছে নতুন কূটনৈতিক মোড়...

Last Updated:

এই সফরে অজিত ডোভাল রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা আধিকারিক এবং প্রতিরক্ষা আধিকারিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা৷ সেখানে স্থানীয় রাজনৈতিক স্থিরতা, জঙ্গি বিরোধী অবস্থান, পারস্পরিক সাহায্য ইত্যাদি বিষয়ে কথা হবে বলে মনে করা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের উপরে প্রকাশ্যেই নিজের ক্ষোভ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এমন টানাপড়েনের যখন পরিস্থিতি তখন রাশিয়ায় বিশেষ সফরে গিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ ইতিমধ্যেই মস্কো পৌঁছে গিয়েছেন তিনি৷ ডোভালের এই সফর ভারত-রাশিয়া র সম্পর্কে নতুন কূটনৈতিক মোড় আনবে বলে মনে করা হচ্ছে৷
News18
News18
advertisement

যদিও, রাশিয়ার কাছ থেকে তৈল জাত পণ্য কেনা নিয়ে ক্ষোভপ্রকাশের আগেই ডোভালের এই সফর নির্ধারিত ছিল বলে জানা গিয়েছে৷ কিন্তু, ইতিমধ্যেই প্রেক্ষাপট বদলে যাওয়ায় এই সফর স্থানীয় ভূ-রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন: ট্রাম্পের শেখানো বুলি আওড়াচ্ছে…ভারতকে নিয়ে বিরক্তি ঝরে পড়ল গলায়! রাশিয়াকে টেনে বলল, ‘ওই এশীয় দেশ..’

advertisement

এই সফরে অজিত ডোভাল রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা আধিকারিক এবং প্রতিরক্ষা আধিকারিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা৷ সেখানে স্থানীয় রাজনৈতিক স্থিরতা, জঙ্গি বিরোধী অবস্থান, পারস্পরিক সাহায্য ইত্যাদি বিষয়ে কথা হবে বলে মনে করা হচ্ছে৷

ক’দিন আগেই ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছিলেন, রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে যুদ্ধে ‘অর্থ’ জোগাচ্ছে নয়াদিল্লি৷ ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তোলেন, ভারত রাশিয়ার থেকে বিপুল পরিমাণ তেল কিনছে এবং খোলা বাজার বিরাট মুনাফায় বিক্রি করছে৷ এর জেরে ভারতের উপরে আরও কর চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প৷ লিখেছেন, ‘‘ওদের (নয়াদিল্লি) কিছু এসে যায় না রাশিয়ার ওয়ার মেশিনে ইউক্রেনে কত মানুষ মরছে৷’’

advertisement

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে ‘লেনদেন’ই কি কাল হল…বিঁধছে ইরানের সঙ্গে দেওয়া-নেওয়াও! ট্রাম্পের হুঁশিয়ারি, ‘ভারত-রাশিয়া একসাথে ডুবুক…আমার কী’

ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক এবং অযৌক্তিক” বলে উড়িয়ে দিয়েছে। MEA পুনর্ব্যক্ত করেছে যে ভারতের জ্বালানি আমদানি জাতীয় চাহিদা এবং বাজারের স্থিতিশীলতার দ্বারা নির্ধারিত হয় – যোগ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ রাশিয়ার সাথে আরও গভীর বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও অগাস্টের শেষের দিকে রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে, যা দুই দেশের মধ্যে উচ্চ-স্তরের আধিকারিকদের মধ্যে কথা বিনিময় আরও জোরদার হচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Doval in Russia: অতো সস্তা নয় ভারত! ট্রাম্পকে টাইট দিতে রাশিয়া উড়ে গেলেন অজিত ডোভাল? আসছে নতুন কূটনৈতিক মোড়...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল