ক্রু স্বল্পতার কারণে দেশব্যাপী বেশ কিছু দিন যাবৎ ইন্ডিগো ফ্লাইট বিলম্বিত হয়েছে। ডিজিসিএ এই বিষয়ে বিমান সংস্থার কাছে ইতিমধ্যেই ব্যাখ্যা চেয়েছে। শনিবার ইন্ডিগো নেটওয়ার্কে প্রায় ৫০ টি উড়ান ব্যাহত হয়। যদিও বিমান মন্ত্রক জানিয়েছে যে এর ফলে ৪৫ শতাংশ উড়ানের পরিষেবা প্রভাবিত হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) সমস্যাটি বিবেচনা করেছে এবং বিমান সংস্থা ইন্ডিগোকে (Indigo Airlines Flight) বিলম্বের বিষয়ে একটি স্পষ্টীকরণ জারি করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
advertisement
প্রসঙ্গত, গত এক মাস বা তারও বেশি সময় ধরে কোভিড -১৯ (Covid-19) পরিস্থিতিতে ব্যাপক হারে কমেছে এয়ারলাইনসের টিকিটের চাহিদা। ইন্ডিগো শুক্রবার (১ জুলাই) লাদাখ, উত্তরাখণ্ড এবং কাশ্মীরে ভ্রমণের চাহিদা মেটাতে দিল্লি-লেহ, দিল্লি-শ্রীনগর এবং লখনউ-পন্তনগর রুটে অতিরিক্ত উড়ান পরিচালনা করতে শুরু করেছে।
ইন্ডিগোর প্রধান কৌশল ও রাজস্ব কর্মকর্তা সঞ্জয় কুমার এদিন জানান, "আমরা দিল্লি-লেহ, দিল্লি-শ্রীনগর এবং লক্ষ্ণৌ-পন্তনগর রুটে উড়ানের সংখ্যা কিছুটা বাড়িয়ে আমাদের নেটওয়ার্ককে সাময়িকভাবে চাঙ্গা করতে পেরে সন্তুষ্ট।" এর ফলে লাদাখ, উত্তরাখণ্ড এবং কাশ্মীরে ভ্রমণের চাহিদা বাড়বে।
অনুপ চক্রবর্তী