TRENDING:

News18 Survey: দেশের চিকি‍ৎসা পরিকাঠামোয় বিকাশ, চাকরির ক্ষেত্রেও উন্নতি, বলছে নিউজ18-এর সমীক্ষা

Last Updated:

News18 Survey: গত এক দশকে পদ্ম পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মান আরও গণতান্ত্রিক হয়েছে। অনেক বেশি সংখ্যক সাধারণ মানুষ তাঁদের অসাধারণ কাজের জন্য সম্মানিত হচ্ছেন। এমনই উঠে এসেছে সমীক্ষায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শিক্ষা এবং চাকরির পর গত এক দশকে স্বাস্থ্য এবং পরিকাঠামোতে উল্লেখযোগ্য উন্নতি দেখেছে ভারত। News18 দ্বারা পরিচালিত একটি অনলাইন সমীক্ষায় তেমনই মতামত প্রকাশ করেছেন উত্তরদাতারা।
advertisement

গত এক দশকে পদ্ম পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মান আরও গণতান্ত্রিক হয়েছে। অনেক বেশি সংখ্যক সাধারণ মানুষ তাঁদের অসাধারণ কাজের জন্য সম্মানিত হচ্ছেন। এমনই উঠে এসেছে সমীক্ষায়।  নিউজ১৮ সোশ্যাল মিডিয়ায় এক সমীক্ষার আয়োজন করে। ইনস্টাগ্রামে ৩০ শতাংশ উত্তরদাতা বলেছেন, যে ভারত ইনফ্রা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখেছে। শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে প্রগতি দেখা গেল। এ ক্ষেত্রে সমীক্ষায় ২৪ শতাংশ সহমত পোষণ করেছে। ১৬ শতাংশ মনে করেন, নারীকল্যাণের ক্ষেত্রেও উন্নতি দেখা গিয়েছে। বাকি ৩০ শতাংশ উপরের সবক'টির পক্ষে ভোট দিয়েছেন

advertisement

ট্যুইটারে ৪৪.১০ শতাংশ মানুষ মনে করেন ইনফ্রা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে দেশের উন্নতি হয়েছে। শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে সেই সংখ্যা ৮.৬০ শতাংশ, নারীকল্যাণের ক্ষেত্রে ৪.৩০ শতাংশ। ৪৩ শতাংশ মানুষ মনে করেন, এই সব ক'টি ক্ষেত্রেই উন্নতি হয়েছে।

আরও পড়ুন: দেশের ভাবমূর্তি উজ্জ্বলতর বিশ্বদরবারে, বাণিজ্যিক পরিবেশেও তাৎপর্যপূর্ণ বিকাশ, বলছে নিউজ18-এর সমীক্ষা

advertisement

আরও পড়ুন: ‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’ তথ্যচিত্রে ফুটে উঠবে দেশের ঐতিহ্য, কখন ও কোথায় দেখবেন

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

পদ্ম পুরষ্কার এবং সাধারণ ভারতীয়দের স্বীকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ইনস্টাগ্রামে ৫০ শতাংশ বলেছেন যে, মর্যাদাপূর্ণ এই সম্মান অবশ্যই আরও গণতান্ত্রিক হয়ে উঠেছে। ১৯ শতাংশ বলছেন 'কিছুটা', ১৬ শতাংশ বিপক্ষে রায় দিয়েছেন। এবং ১৫ শতাংশ এ বিষয়ে মতপ্রকাশ করেননি। ট্যুইটারে যথাক্রমে এই দৃষ্টিকোণ থেকে ভোট পড়েছে ৮৩.১০ শতাংশ, ২.৮০ শতাংশ, ৯.৯০ শতাংশ এবং ৪.২০ শতাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
News18 Survey: দেশের চিকি‍ৎসা পরিকাঠামোয় বিকাশ, চাকরির ক্ষেত্রেও উন্নতি, বলছে নিউজ18-এর সমীক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল