দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ৪৯ বছরের এক করোনা আক্রান্ত ব্যক্তির শারীরিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছিল৷ তাঁকে প্লাজমা থেরাপি দেন ডাক্তাররা৷ প্লাজমা থেরাপির পর থেকেই ওই ব্যক্তি ধীরে ধীরে সুস্থতার পথে৷ প্লাজমা থেরাপিতে এই সাফল্যের পরে ডাক্তাররাও বেশ উচ্ছ্বসিত৷
সূত্রের খবর, সোমবার রাতেই ওই ব্যক্তিকে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে৷ তারপর থেকে রোগীর অবস্থার উন্নতি ঘটছে৷
এক ডাক্তার জানিয়েছেন, একজন পূর্ণবয়স্ক মানুষের রক্ত থেকে সর্বোচ্চ ৮০০ মিলিলিটার প্লাজমা নেওয়া যায়৷ করোনা রোগীর শরীরে অ্যান্টি বডি দেওয়ার জন্য ২০০ মিলিলিটার প্লাজমা দরকার৷ এই ব্যক্তির ক্ষেত্রে রক্ত সেই ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়েছিল, যিনি ৩ সপ্তাহ আহে সুস্থ হয়ে গিয়েছিলেন৷
করোনার আঁতুড়ঘর উহানেও কয়েকজন রোগীর শরীরে জমাট বাঁধা প্লাজমা প্রবেশ করানো হয়েছিল। সাম্প্রতিক অতীতে প্লামজা ব্যাবহৃত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন মেথডিস্ট হাসপাতালে। এই সংক্রমণ চিকিৎসায় কোনও প্রতিষেধকের খোঁজ না মেলার কারণেই প্লাজমায় বিশ্বাস রাখছেন চাইছেন চিকিৎসকদের একাংশ।