তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং খেলো ইন্ডিয়া খেলো। অথচ যন্তরমন্তরে প্রতিবাদ করছেন আমাদের গৌরব, স্বর্ণপকপ্রাপ্ত কুস্তিগীররা। দিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা প্রতিবাদ করছেন কুস্তি ফেডারেশন প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরম সিং এর বিরুদ্ধে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর তীব্র নিন্দা করছে এবং প্রতিবাদ জানাচ্ছে।" একাধিক কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট। তিনি বলেছেন, "কোচরা মহিলাদের যৌন হয়রানি করছেন। ফেডারেশনের কিছু প্রিয় কোচ মহিলা কুস্তিগীরদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তারা মেয়েদের যৌন হয়রানি করেন। WFI সভাপতি অনেক মেয়েকে যৌন হয়রানি করেছেন।"
advertisement
আরও পড়ুন: ৫৬-৪৩-এর পর ৫০ লক্ষ! শহরে ফের উদ্ধার টাকা, পুলিশের জালে ২
ভিনেশ ফোগাট আরও বলেন, "ওরা (ইউনিয়ন) আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে এবং আমাদের বিভিন্নভাবে হয়রানি করে। ওরা আমাদের শোষণ করছে। আমরা যখন অলিম্পিকে গিয়েছিলাম তখন আমাদের ফিজিও বা কোচ ছিল না। যন্তর মন্তরে সব কুস্তিগীররা আজ প্রতিবাদ করছে। আমরা প্রতিবাদ করছি বলে হুমকি দেওয়া হচ্ছে।"
ভিনেশ ফোগাট বলেন, "আমরা আর কোনও রাস্তা পাইনি। তাই এখানে ধর্নায় বসেছি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম, তার পরেই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। সবারই সমস্যা হচ্ছে।"
আরও পড়ুন: পরীক্ষার দিনই উপনির্বাচন, পরিবর্তন হতে পারে এ বছরের মাধ্যমিকের সময়সূচির
ধর্নায় বসে থাকা খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে যন্তর মন্তরে পৌঁছেছেন ভারতীয় রেসলিং ফেডারেশনের আধিকারিকরা। বজরং পুনিয়া বলেন, বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। কার সঙ্গে তাঁর সমস্যা ছিল জানতে চাইলে তিনি বলেন, ফেডারেশন আমাদের সবার জন্য সমস্যা তৈরি করছে।