TRENDING:

Indian Railways: বড় খবর! রেলপথে জুড়তে চলেছে ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান

Last Updated:

Indian Railways: সিগন্যাল পাসড অ্যাট ডেঞ্জারের সংখ্যা শুন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার নিজের রিপোর্টে উল্লেখ করেছেন,  সম্প্রতি চালু হওয়া অমৃত ভারত স্টেশন স্কিম সম্পর্কে। এই স্কিমের অধীনে পুনর্বিকাশের জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ৯১টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও জেনারেল ম্যানেজার গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি সংযোগী অসমের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক মেল/এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চালু করা সম্পর্কে উল্লেখ করেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বাথনাহা (ভারত) থেকে নেপাল কাস্টোম ইয়ার্ড (নেপাল) পর্যন্ত কার্গো ট্রেনের আন্তর্জাতিক সংযোগ ব্যবস্থা সম্পর্কেও তিনি মন্তব্য করেন। নিরাপত্তার উন্নয়নের জন্য বিগত সাত মাসে ১৫টি লেভেল ক্রসিং গেট লুপ্ত করা হয়েছে এবং ৩৩টি রোড আন্ডার ব্রিজ ও ৮টি রোড ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। উল্লেখিত সময়ের মধ্যে ২০৭ কিমি রেল নবীকরণ ও ৮৬কিমি স্লিপার নবীকরণ সম্পূর্ণ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: হাওড়া স্টেশনের কোন খাবার ভারত-বিখ্যাত জানেন? রইল দেশের আরও ৭ স্টেশনের জনপ্রিয় পদের খোঁজ

ট্রেন ও হাতির সংঘাত প্রতিরোধ করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ১১৪ কিমি এলিফেন্ট করিডোরে ইন্ট্রিশন ডিটেকশ্যন সিস্টেম চালু করা হয়েছে। জেনারেল ম্যানেজার আরও বলেন যে, এই বছরে সিগনাল পাসড অ্যাট ডেঞ্জার (এসপিএডি)-এর ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে সংঘটিত ঘটনা শূন্য। মালিগাঁওয়ে নির্মাণ সংস্থার মুখ্য কার্যালয়ে তেরঙা পতাকা উত্তোলন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণ দেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার (নির্মাণ) সুনীল কুমার ঝা।

advertisement

আরও পড়ুন: শাহরুখের উপর রাগে জিন্স ছিঁড়ে ফেলেন সানি, ২০ বছর ধরে তাঁদের কথা বন্ধ! কী হয়েছিল সেদিন?

শিশুদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও ক্রীড়া কার্যকলাপ অনুষ্ঠিত করা হয়। বৃক্ষরোপণ করা হয় এবং একটি স্টাফ ক্যান্টিন খোলা হয়।  জেনারেল ম্যানেজার (নির্মাণ) নিজের ভাষণে নির্মীয়মাণ প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে প্রশংসা করেন, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১৯টি নতুন লাইন, ৬টি ডাবলিং ও ৩টি রেলওয়ে ইলেকট্রিফিকেশন প্রোজেক্ট। একবার এই প্রকল্পগুলি সম্পূর্ণ হয়ে গেলে ১৩০৯.৩৮ কিমি নতুন রেলওয়ে লাইন এবং ৭৮১.৭৭ কিমি ডাবল লাইন, ৯১৩ কিমি বৈদ্যুতিক রুট ভারতীয় রেলওয়ের ম্যাপে যুক্ত হবে। তিনি আরও বলেন যে, বাংলাদেশ ও নেপালের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। ভুটানের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কোকরাঝাড়-গেলেফু ও মুজনাই-নিওপুলিং রুটের দুটি পিইটি জরিপের কাজ সম্পূর্ণ হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: বড় খবর! রেলপথে জুড়তে চলেছে ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল