TRENDING:

Indian Railways: বছরের শেষে উত্তরবঙ্গে পর্যটকের ভিড়, যাত্রীদের জন‍্য চালু স্প‍েশ‍্যাল ট্রেন

Last Updated:

Indian Railways: যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)-এর পক্ষ থেকে আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গঃ যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)-এর পক্ষ থেকে আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনগুলি শিলচর-গোমতি নগর, আলিপুরদুয়ার জং.-কানপুর সেন্ট্রাল, গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু ও রাঙাপাড়া নর্থ-রানি কমলাপতি রেলওয়ে স্টেশনের মধ্যে চালানো হবে। এই স্পেশাল ট্রেনগুলি একটি ট্রিপ হবে ০৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে চলবে। সেই অনুযায়ী, ট্রেন নং. ০৫৬১২ (শিলচর-গোমতি নগর) একমুখী স্পেশাল ০৮ ডিসেম্বর, ২০২৩ (শুক্রবার) তারিখে শিলচর থেকে ১৮:৪৫ ঘণ্টায় রওনা দিয়ে ১০ ডিসেম্বর, ২০২৩ (রবিবার) তারিখের ১২:০০ ঘণ্টায় গোমতি নগর পৌঁছবে।
বছরের শেষে উত্তরবঙ্গে পর্যটকের ভিড়, যাত্রীদের জন‍্য চালু স্প‍েশ‍্যাল ট্রেন
বছরের শেষে উত্তরবঙ্গে পর্যটকের ভিড়, যাত্রীদের জন‍্য চালু স্প‍েশ‍্যাল ট্রেন
advertisement

আরও পড়ুনঃ কংগ্রেসের ডাকে সাড়া দিল না মমতা! ইন্ডিয়া জোটের বৈঠক নেই কোনও প্রতিনিধিও

ট্রেনটি বদরপুর জং., নিউ হাফলং, লামিডং জং., গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার জং., বারাউনি জং., হাজিপুর, গোরখপুর জং. আদি স্টেশন হয়ে চলবে।ট্রেন নং. ০৫৪৫৮ (আলিপুরদুয়ার জং. – কানপুর সেন্ট্রাল) একমুখী স্পেশাল ০৯ ডিসেম্বর, ২০২৩ (শনিবার) তারিখে আলিপুরদুয়ার জং. থেকে ২৩:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১১ ডিসেম্বর, ২০২৩ (সোমবার) তারিখের ০৪:০৫ ঘণ্টায় কানপুর সেন্ট্রাল পৌঁছবে। ট্রেনটি দলগাওঁ, নিউ জলাপাইগুড়ি জং., কিষানগঞ্জ, কাটিহার জং. বারাউনি জং., সমস্তিপুর জং., হাজিপুর, গোরখপুর জং., অযোধ্যা ক্যান্ট. আদি স্টেশন হয়ে চলবে।ট্রেন নং. ০৫৬৭০ (গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু) একমুখী স্পেশাল ০৯ ডিসেম্বর, ২০২৩ (শনিবার) তারিখে গুয়াহাটি থেকে ০৬:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১১ ডিসেম্বর, ২০২৩ (সোমবার) তারিখের ০৯:১০ ঘণ্টায় এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ট্রেনটি গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি জং., কিষানগঞ্জ, মালদা টাউন, বর্ধমান, খড়গপুর জং., ভুবনেশ্বর, বিজয়ানগরম জং., বিজয়ওয়াডা জং., কাটপাড়ি আদি স্টেশন হয়ে চলবে।অন্য একটি ট্রেন নং. ০৫৮৬৬ (রাঙাপাড়া নর্থ-রানি কমলাপতি) একমুখী স্পেশাল ১০ ডিসেম্বর, ২০২৩ (রবিবার) তারিখে রাঙাপাড়া নর্থ থেকে ০৮:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১২ ডিসেম্বর, ২০২৩ (মঙ্গলবার) তারিখের ০৪:৩০ ঘণ্টায় রানি কমলাপতি পৌঁছবে। ট্রেনটি রঙিয়া জং., বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, বারাউনি জং., গোরখপুর জং., কানপুর সেন্ট্রাল, ভুপাল আদি স্টেশন হয়ে চলবে।এই রুটগুলির অন্যান্য ট্রেনের অপেক্ষারত যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুযোগ নিতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: বছরের শেষে উত্তরবঙ্গে পর্যটকের ভিড়, যাত্রীদের জন‍্য চালু স্প‍েশ‍্যাল ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল