আরও পড়ুনঃ কংগ্রেসের ডাকে সাড়া দিল না মমতা! ইন্ডিয়া জোটের বৈঠক নেই কোনও প্রতিনিধিও
ট্রেনটি বদরপুর জং., নিউ হাফলং, লামিডং জং., গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার জং., বারাউনি জং., হাজিপুর, গোরখপুর জং. আদি স্টেশন হয়ে চলবে।ট্রেন নং. ০৫৪৫৮ (আলিপুরদুয়ার জং. – কানপুর সেন্ট্রাল) একমুখী স্পেশাল ০৯ ডিসেম্বর, ২০২৩ (শনিবার) তারিখে আলিপুরদুয়ার জং. থেকে ২৩:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১১ ডিসেম্বর, ২০২৩ (সোমবার) তারিখের ০৪:০৫ ঘণ্টায় কানপুর সেন্ট্রাল পৌঁছবে। ট্রেনটি দলগাওঁ, নিউ জলাপাইগুড়ি জং., কিষানগঞ্জ, কাটিহার জং. বারাউনি জং., সমস্তিপুর জং., হাজিপুর, গোরখপুর জং., অযোধ্যা ক্যান্ট. আদি স্টেশন হয়ে চলবে।ট্রেন নং. ০৫৬৭০ (গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু) একমুখী স্পেশাল ০৯ ডিসেম্বর, ২০২৩ (শনিবার) তারিখে গুয়াহাটি থেকে ০৬:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১১ ডিসেম্বর, ২০২৩ (সোমবার) তারিখের ০৯:১০ ঘণ্টায় এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছবে।
advertisement
ট্রেনটি গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি জং., কিষানগঞ্জ, মালদা টাউন, বর্ধমান, খড়গপুর জং., ভুবনেশ্বর, বিজয়ানগরম জং., বিজয়ওয়াডা জং., কাটপাড়ি আদি স্টেশন হয়ে চলবে।অন্য একটি ট্রেন নং. ০৫৮৬৬ (রাঙাপাড়া নর্থ-রানি কমলাপতি) একমুখী স্পেশাল ১০ ডিসেম্বর, ২০২৩ (রবিবার) তারিখে রাঙাপাড়া নর্থ থেকে ০৮:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১২ ডিসেম্বর, ২০২৩ (মঙ্গলবার) তারিখের ০৪:৩০ ঘণ্টায় রানি কমলাপতি পৌঁছবে। ট্রেনটি রঙিয়া জং., বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, বারাউনি জং., গোরখপুর জং., কানপুর সেন্ট্রাল, ভুপাল আদি স্টেশন হয়ে চলবে।এই রুটগুলির অন্যান্য ট্রেনের অপেক্ষারত যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুযোগ নিতে পারেন।