INDIA Alliance Meeting: কংগ্রেসের ডাকে সাড়া দিলেন না মমতা! ইন্ডিয়া জোটের বৈঠকে নেই কোনও প্রতিনিধিও! কীসের ইঙ্গিত তৃণমূলের?
- Published by:Salmali Das
- Written by:Rajib Chakraborty
Last Updated:
INDIA Alliance Meeting: বুধবার রাতে কংগ্রেস সভাপতি এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগের ডাকা ইন্ডিয়া জোটের নৈশভোজ বৈঠকে যায়নি তৃণমূল কংগ্রেস।
নয়াদিল্লি: বুধবার রাতে কংগ্রেস সভাপতি এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগের ডাকা ইন্ডিয়া জোটের নৈশভোজ বৈঠকে যায়নি তৃণমূল কংগ্রেস। দলের তরফে স্পষ্টভাবে লোকসভার নেতা সুদীপ বন্দোপাধ্যায় জানান যে, সংসদের অধিবেশন চলাকালীন প্রতিদিনই বিরোধী দলনেতার ঘরে কৌশল বৈঠক হচ্ছে। ফলে নৈশভোজে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিতে চাননি তিনি। যদিও তেলেঙ্গানার নব-নির্বাচিত পরিষদীয় দলনেতা রেবন্ত রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, গতকাল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আমন্ত্রণ জানান রেবন্ত। তবে তিনি জানান, অন্য কাজে ব্যস্ত থাকায় হাজির থাকতে পারবেন না। প্রতিনিধি হিসেবে দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েনকে তেলেঙ্গানা পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম থেকেই তেলঙ্গনার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন দলের রাজ্য সভাপতি৷ রেভান্থ রেড্ডিই যে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই খবরে সিলমোহর দিয়েছেন রাহুল গান্ধি নিজেই৷ দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠকেই রেভান্থ রেড্ডিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ওই বৈঠকে রাহুল গান্ধি ছাড়াও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জাতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালরা উপস্থিত ছিলেন৷ তবে সরকারি ভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে হায়দ্রাবাদে কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে রেভান্থ রেড্ডিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়।
advertisement
advertisement
৫৪ বছরের রেভান্থ রেড্ডিকে মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে কংগ্রেসের অন্দরেই জোরাল বিরোধিতার আবহ তৈরি হয়েছিল৷ গতকালই নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ কিন্তু তেলঙ্গনায় দলের একাধিক প্রবীণ নেতা রেড্ডিকে মুখ্যমন্ত্রী পদে মেনে নিতে চাননি৷ সেই কারণেই ফের হস্তক্ষেপ করতে হয় কংগ্রেস হাইকম্যান্ডকে৷ শেষ পর্যন্ত অবশ্য তুলনামূলক ভাবে তরুণ এই নেতাকেই বেছে নিলেন রাহুল গান্ধিরা৷ প্রচার পর্বেও রেভান্থ রেড্ডিকে সামনে রেখেই তেলেঙ্গানায় প্রচার করেছিল কংগ্রেস৷
advertisement
রেড্ডির বিরোধীরা তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি অভিযোগগুলিকে হাতিয়ার করে তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানোর বিরোধিতা করেন বলে কংগ্রেস সূত্রে খবর৷ রেভান্থ রেড্ডির লোকসভা কেন্দ্রেও কংগ্রেস ভাল ফল করেনি বলে যুক্তি দেখান ওই নেতারা৷ ২০২১ সালে রেড্ডিকে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি বাছা হয়, তখনও তীব্র বিরোধিতা করেছিলেন প্রদেশ কংগ্রেসের একাংশ৷ অভিযোগ উঠেছিল, কোটি কোটি টাকার বিনিময়ে তেলেঙ্গানায় কংগ্রেসের শীর্ষ পদ পেয়েছেন রেভান্থ রেড্ডি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 8:46 AM IST