রেলের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাসের বিধি মেনেই আইআরসিটিসির কর্মীরা ট্রেনে খাবার পরিবেশন করবেন। দূরপাল্লার যাত্রীদের জন্য নিঃসন্দেহে এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফের নতুন করে এই ব্যবস্থা শুরু হলে তাঁদের লাভ হবে বলেই মনে করছে রেল। যাত্রার সময় রান্না করা ও পরিচ্ছন্ন খাবার পাবেন তাঁরা।
আরও পড়ুন: বলিউড তারকাদের ছোটবেলার এই ছবিগুলি দেখেছেন? চেনাই দায় আপনার প্রিয় অভিনেতাকে!
advertisement
করোনাভাইরাসের কালবেলায় ট্রেনে এই খাবার বিক্রির পরিষেবা বন্ধ করা হয়েছিল। ভাইরাসের সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করেছিল রেল। ২০২০ সালের মার্চ মাস থেকেই বন্ধ করা হয়েছিল এই পরিষেবা। পরে আইআরসিটিসি দফায় দফায় সেটি চালু করলেও করোনার তৃতীয় ঢেউয়ের আগে তা একেবারেই বন্ধ করে দেওয়া হয়। গত জানুয়ারি থেকে ৮০ শতাংশ ট্রেনে ফের চালু করা হয়েছিল খাবারের পরিষেবা।
বাকি ২০ শতাংশ আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২২ থেকেই শুরু করে দিচ্ছে রেল। গত ডিসেম্বের প্রিমিয়াম ট্রেন, যেমন রাজধানী, শতাব্দী ও দুরন্ততে চালু করা হয়েছিল কেটারিং সার্ভিস। স্বাভাবিক ভাবেই সব যাত্রীবাহী ট্রেনে এই পরিষেবা চালু হয়ে গেলে উপকৃত হবেন যাত্রীরা।