উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী অনশুল গুপ্তা আজ ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড অফ অসম-এর অ্যাসোসিয়েটস ভাইস চেয়ারম্যান স্বাতী বিধান বরুয়ার উপস্থিতিতে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে 'ট্রান্স টি স্টল'-এর উদ্বোধন করেন।
আরও পড়ুন: কালবৈশাখীর ধাক্কা কলকাতা-সহ জেলায়! হঠাৎ বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া, সতর্কতা হাওয়া অফিসের
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী অনশুল গুপ্তা বলেন, "উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে রূপান্তরকামীদের ক্ষমতায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে। কেবল ভারতীয় রেলওয়ের নিরিখে নয়, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতেও এই ধরনের উদ্যোগ এটিই প্রথম। এছাড়াও এই পদক্ষেপ যে কোনও কেন্দ্রীয় সরকারের সংস্থায় এটিই প্রথম এবং ভবিষ্যতেও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এমন আরও পদক্ষেপ গ্রহণ করবে।" স্বাতী বিধান বরুয়া উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এই উদ্যোগের প্রশংসা করে আনন্দ প্রকাশ করেন।
আরও পড়ুন: ব্যাঙ্ক থেকে অবসর নিয়ে বসে আছেন? আবারও চাকরি করতে পারেন! দারুণ সুযোগ দিচ্ছে SBI
ভারতীয় সরকার রূপান্তরকামীদের জন্য 'জীবিকা ও উদ্যোগের জন্য উপেক্ষিত ব্যক্তিদের সাহায্য' শিরোনামে একটি সর্বাঙ্গীণ প্রকল্পে অনুমোদন জানিয়েছে। যার মধ্যে রূপান্তরকামীদের কল্যাণের সর্বাঙ্গীণ পুনর্বাসনের জন্য একটি উপ-প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।
ভারতীয় রেলওয়ের উদ্যোগে এই ধরনের পদক্ষেপ এটিই প্রথম। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে এই অঞ্চলের অন্যান্য রেলওয়ে স্টেশনেও এমন ধরনের ট্রান্স টি স্টল পরিচালনা করার পরিকল্পনা করা হয়েছে। রেল চাইছে দেশের অন্যান্য প্রান্তেও এই টি-স্টল খোলা হোক। ইতিমধ্যে শুধু উত্তর পূর্ব সীমান্ত রেলের একাধিক স্টেশনে শীঘ্রই এই ট্রান্স টি-স্টল খোলার জন্য আলোচনা এগোচ্ছে।