TRENDING:

Indian Railways: কমল যাতায়াতের সময়, আমূল বদলাল গুয়াহাটি-ডিব্রুগড়-শিলচরগামী ট্রেনের সময়সূচি, রইল নয়া তালিকা

Last Updated:

Indian Railways: উত্তর-পূর্ব সীমান্ত রুটের ৭২টি ট্রেনের যাত্রার সময় ০৫ মিনিট থেকে ১২০ মিনিট পর্যন্ত হ্রাস করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ভারতীয় রেল যাত্রীবাহী ট্রেনগুলির জন্য নতুন সর্বভারতীয় সময়সূচি প্রকাশ করেছে, যা ১ অক্টোবর, ২০২৩ থেকে কার্যকর হয়েছে। যাত্রা আরম্ভ, সমাপ্তির স্টেশনগুলিতে একাধিক নির্ধারিত/স্পেশ্যাল ট্রেনের সময়সূচি ও স্টপেজ সংশোধন করা হয়েছে। এ ছাড়া যাত্রার সময় হ্রাস করার জন্য কিছু ট্রেনের গতিও বৃদ্ধি করা হয়েছে।
ভারতীয় রেল। সংগৃহীত ছবি।
ভারতীয় রেল। সংগৃহীত ছবি।
advertisement

উত্তর-পূর্ব সীমান্ত রুটের ৭২টি ট্রেনের যাত্রার সময় ০৫ মিনিট থেকে ১২০ মিনিট পর্যন্ত হ্রাস করা হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচি হ্রাস হয়েছে, যার মধ্যে রয়েছে ২০৫০৬ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস- ১০ মিনিট। ১৫০৭৭ (কামাখ্যা-গোমতিনগর) এক্সপ্রেস- ৯০ মিনিট। ১৫৯৬০ (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেস- ১০০ মিনিট। ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) উৎসব স্পেশ্যাল- ১২০ মিনিট।

advertisement

আরও পড়ুনঃ অক্টোবরেই অতি শুভ বিরল ভাদ্র রাজযোগ! বিপুল অর্থলাভ এই ৩ রাশির, নতুন সম্পত্তির মালিক হবেন

১৫৯৬২ (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেসের চলাচলের দিন বৃহস্পতি ও রবিবার থেকে শুক্র ও সোমবারে পরিবর্তন করা হয়েছে। ১৫৬১৫ (গুয়াহাটি-শিলচর) এক্সপ্রেসের গুয়াহাটি/শিলচরে আগমন/প্রস্থানের সময় পরিবর্তন করা হয়েছে। ১৩১৪৫ (কলকাতা-রাধিকাপুর) এক্সপ্রেসের মালদহ টাউন স্টেশন থেকে রওনা দেওয়ার সময় ০২.৫০ ঘণ্টা এবং রাধিকাপুরে পৌঁছনোর সময় ০৬.১৫ ঘণ্টা। ১৩১৬১ (কলকাতা-বালুরঘাট) এক্সপ্রেসের মালদা টাউন স্টেশন থেকে রওনা দেওয়ার সময় ১৮.৫০ ঘণ্টা এবং বালুরঘাটে পৌঁছনোর সময় ২১.২৫ ঘণ্টা।

advertisement

১৫৯৬১ (হাওড়া-ডিব্রুগড়) কামরূপ এক্সপ্রেসের মালদহ টাউন স্টেশন থেকে রওনা দেওয়ার সময় ০১.৩৫ ঘণ্টা এবং ডিব্রুগড়ে পৌঁছনোর সময় ২২.০০ ঘণ্টা এবং ১৫৯৫৯ (হাওড়া-ডিব্রুগড়) কামরূপ এক্সপ্রেসের মালদহ টাউন স্টেশন থেকে রওনা দেওয়ার সময় ০১.৩৫ ঘণ্টা এবং ডিব্রুগড়ে পৌঁছনোর সময় অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুনঃ একেবারে আলাদা নিয়ম, পুজো দিলে পূর্ণ হয় মনের সব ইচ্ছা, বর্ধমানের এই মন্দিরে গিয়েছেন?

advertisement

কয়েকটি স্টেশনে কয়েকটি প্যাসেঞ্জার স্পেশ্যাল ও ডেমু প্যাসেঞ্জার ট্রেনের আগমন/প্রস্থানের সময় পরিবর্তন করা হয়েছে। ১৫৬৫১ (গুয়াহাটি-জম্মু তাওয়াই) লোহিত এক্সপ্রেস, ১৫৬৫৩ (গুয়াহাটি-জম্মু তাওয়াই) অমরনাথ এক্সপ্রেসের গুয়াহাটি থেকে রওনা দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে। ১৩২৪৭ (কামাখ্যা-রাজেন্দ্র নগর টার্মিনাল) ক্যাপিটাল এক্সপ্রেস, ১৫০৭৭ (কামাখ্যা-গোমতিনগর) এক্সপ্রেস এবং ১৫৬৫৮ (কামাখ্যা-দিল্লি) ব্রহ্মপুত্র মেলের কামাখ্যা থেকে রওনা দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে।

advertisement

১৫৯৬০/১৫৯৬২ (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেস ও ২২৫০৪ (ডিব্রুগড়-কন্যাকুমারী) বিবেক এক্সপ্রেসের ডিব্রুগড় থেকে রওনা দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে। ১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেস ট্রেনটি কামাখ্যা থেকে রওনা দিবে ০৫.০০ ঘণ্টায় এবং ১৩০৬৪ (বালুরঘাট-হাওড়া) এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট থেকে রওনা হবে ২০.৪৫ ঘণ্টায়।

শিলচর, নিউ জলপাইগুড়ি, শিলঘাট টাউন ইত্যাদি থেকে অন্যান্য আরও ট্রেনের রওনা দেওয়ার সময়ও পরিবর্তন করা হয়েছে। ১৫৯০৯/১৫৯১০ (ডিব্রুগড়-লালগড়-ডিব্রুগড়) অবধ অসম এক্সপ্রেসের ডিমাপুর স্টেশনে স্টপেজের সময় পূর্বের ০৫ মিনিট থেকে বৃদ্ধি করে ১০ মিনিট করা হয়েছে। ১৫৯৪৫/১৫৯৪৬ (লোকমান্য তিলক টার্মিনাস-ডিব্রুগড়-লোকমান্য তিলক টার্মিনাস) এক্সপ্রেসের গুয়াহাটি স্টেশনে স্টপেজের সময় পূর্বের ১৫ মিনিট থেকে বৃদ্ধি করে ২৫ মিনিট করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Abir Ghoshal 

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: কমল যাতায়াতের সময়, আমূল বদলাল গুয়াহাটি-ডিব্রুগড়-শিলচরগামী ট্রেনের সময়সূচি, রইল নয়া তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল