TRENDING:

কুয়াশায় ট্রেন বাতিলের দুর্ভোগ? আর নয়! চালক সামনে স্পষ্ট দেখবেন নতুন 'এই' প্রযুক্তিতে!

Last Updated:

এখন এসে গিয়েছে কবচ প্রযুক্তি। এতে ঘন কুয়াশার মাঝেও ট্রেন চালানো সম্ভব হচ্ছে বলে জানান চালকরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতের দেখা নেই এ বছর। শুধুই কুয়াশা। সঙ্গী এখন নিম্নচাপের বৃষ্টি। তাই মেঘ আর কুয়াশার জোড়া চাদরে সকালের দৃশ্যমানতা তলানিতে। এই আবহাওয়ায় ট্রেন চালানো অত্যন্ত ঝুঁকির হয়ে যাচ্ছিল। শীতের ভোরে বাতিল হচ্ছে একাধিক ট্রেন। তবে এখন এসে গিয়েছে কবচ প্রযুক্তি। এতে ঘন কুয়াশার মাঝেও ট্রেন চালানো সম্ভব হচ্ছে বলে জানান চালকরা।
কুয়াশায় ট্রেন বাতিলের দুর্ভোগ? আর নয়! চালক সামনে স্পষ্ট দেখবেন নতুন 'এই' প্রযুক্তিতে!
কুয়াশায় ট্রেন বাতিলের দুর্ভোগ? আর নয়! চালক সামনে স্পষ্ট দেখবেন নতুন 'এই' প্রযুক্তিতে!
advertisement

শুক্রবার রাত থেকে বৃষ্টি রাজ্যে। শনিবার সকাল হতেই ঘন কুয়াশার চাদরে মুখ ঢাকল বাংলা। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা কুয়াশায় ঢেকে গিয়েছে। কলকাতাতেও ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা কমতে পারে ২০০ মিটারের নিচে। কোথাও ৫০ মিটারের নীচে চলে যেতে পারে দৃশ্যমানতা। তবে এর মাঝেও ঘন কুয়াশায় ট্রেন চলাচলে হবে না সমস্যা।

advertisement

আরও পড়ুন- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! বৃষ্টিতে ভাসবে ৭ রাজ্য, বঙ্গেও বিপদ! কতদিন দুর্ভোগ? দেখুন আবহাওয়ার আপডেট

এমনকি, দৃশ্যমান্যতা কম হলেও হবে না সমস্যা। কবচ প্রযুক্তি ব্যবহারের ফলে এই সমস্যা কমছে।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

সিগন্যাল সম্পর্কে সতর্ক থাকতে পারছেন মোটরম্যান। আগে ঘন কুয়াশার কারণে বাতিল হত একাধিক দূরপাল্লার ট্রেন। চলতি বছরে ট্রেন বাতিলের সংখ্যা অনেক কম। এখন মোটরম্যান ক্যাবে বসেই দেখে নিতে পারছেন সিগন্যাল। বিপদ এড়িয়ে ট্রেন চলাচল করছে নির্বিঘ্নেই। আগামী বছরের মধ্যে কবচ প্রযুক্তি ব্যবহার আরও বাড়বে, জানাল রেল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কুয়াশায় ট্রেন বাতিলের দুর্ভোগ? আর নয়! চালক সামনে স্পষ্ট দেখবেন নতুন 'এই' প্রযুক্তিতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল