TRENDING:

Indian Railways: রেললাইনে কাজের জন্য বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, আপনার ট্রেনের কী খবর?

Last Updated:

Indian Railways: আপনার ট্রেন বাতিল নয় তো? একবার দেখে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নর্থ ইস্টার্ন রেলওয়ের অধীনে গোরখপুর ক্যান্ট. ও কুশমহি স্টেশনের মধ্যে তৃতীয় লাইন চালু করা ও গোরখপুর ক্যান্ট. ইয়ার্ডের রিমডেলিং-এর জন্য নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সেকশন দিয়ে অতিক্রম করা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কয়েকটি ট্রেনের চলাচল নীচের বিবরণ অনুযায়ী হয় বাতিল অথবা পথ পরিবর্তন করা হয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ট্রেনের বাতিলকরণ: ১।​০৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) ও ০৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬২২নং (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) এক্সপ্রেস বাতিল থাকবে।২। ​০৭ ও ১১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৫ (কাটিহার-দিল্লি) এক্সপ্রেস এবং ০৮ ও ১২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৬ (দিল্লি-কাটিহার) এক্সপ্রেস বাতিল থাকবে। ৩।​০৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫৪ (জম্মু তাওয়াই-গুয়াহাটি) এক্সপ্রেস ও ট্রেন নং. ০৪৬৫৩ (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) স্পেশাল বাতিল থাকবে।

advertisement

আরও পড়ুন: বাংলার নির্দিষ্ট রাজ্য গান কী হবে? বিধানসভায় চূড়ান্ত আলোচনায় মুখ্যমন্ত্রী, থাকতে পারেন শুভেন্দুও

৪।​০৯ ও ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৭ (কাটিহার-অমৃতসর) এক্সপ্রেস ও ট্রেন নং. ১৫৭০৮ (অমৃতসর-কাটিহার) এক্সপ্রেস বাতিল থাকবে।৫।​০৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৭৩৪ (কাটিহার-অমৃতসর জং.) স্পেশাল ও ১১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৭৩৩ (অমৃতসর জং.-কাটিহার) স্পেশাল বাতিল থাকবে। ৬।​১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫৫ (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা) এক্সপ্রেস ও ট্রেন নং. ০৫৬১৬ (গুয়াহাটি-উদয়পুর সিটি) স্পেশাল বাতিল থাকবে। ৭।​১১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫০৭৮ (গোমতি নগর-কামাখ্যা) এক্সপ্রেস, ১২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫০৭৭ (কামাখ্যা-গোমতি নগর) এক্সপ্রেস এবং ১৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৬১৫ (উদয়পুর সিটি-গুয়াহাটি) স্পেশাল বাতিল থাকবে।

advertisement

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শাখায় দুর্ভোগের বড় আশঙ্কা, লোকনাথের জন্মদিনে কচুয়ার জন্য বেশি ট্রেন কখন?

ট্রেনের পথ পরিবর্তন:১।​০৬ থেকে ০৮ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৭ (কাটিহার জং.-অমৃতসর জং.) এক্সপ্রেসটি ভায়া ছাপরা জং., গাজিপুর সিটি, বারাণসী জং, বানারস, প্রয়াগরাজ জং. ও কানপুর সেন্ট্রাল হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।২।​০৬ থেকে ০৮ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৮ (অমৃতসর জং.-কাটিহার জং.) এক্সপ্রেসটি ভায়া কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জং., বানারস, বারাণসী জং., গাজিপুর সিটি ও ছাপরা জং. হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: রেললাইনে কাজের জন্য বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, আপনার ট্রেনের কী খবর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল