TRENDING:

Train Cancel| Indian Railways|| ট্র্যাক-নন ইন্টারলকিংয়ের কাজ চলবে, কোন কোন ট্রেন বাতিল? রইল বিস্তারিত

Last Updated:

Train Cancel: নর্দান রেলওয়ের রাসুইয়া ও বানথ্রা স্টেশনের ক্ষমতা বৃদ্ধির জন্য নন-ইন্টারলকিং ও অন্যান্য পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের পরিপ্রেক্ষিতে কিছু ট্রেন বাতিল অথবা পথ পরিবর্তন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের নাহরলগুন ও মাদুরাইয়ের মধ্যে ওয়ান ওয়ে আনরিজার্ভ স্পেশ্যাল ট্রেন চলবে। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে নাহরলগুন ও মাদুরাই জংশন স্টেশনের মধ্যে একটি ওয়ান ওয়ে আনরিজার্ভ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন নম্বর ০৫৮৫২ (নাহরলগুন–মাদুরাই জংশন) ওয়ান ওয়ে আনরিজার্ভ স্পেশ্যাল ট্রেনটি নাহরলগুন থেকে ৭ এপ্রিল, ২০২৩ তারিখের ২৩:৫০ ঘণ্টায় রওনা দিয়ে ১০ এপ্রিল, ২০২৩ তারিখের ১৬:০০ ঘণ্টায় মাদুরাই জংশন পৌঁছবে। এই আনরিজার্ভ স্পেশ্যাল ট্রেন ২০ কামরা বিশিষ্ট।
ট্রেন বাতিল। প্রতীকী ছবি।
ট্রেন বাতিল। প্রতীকী ছবি।
advertisement

স্পেশ্যাল ট্রেনটির একমুখী যাত্রায়, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীক্ষেত্রের অধীনে হারমতি, বিশ্বনাথ চারিআলি, রাঙাপাড়া নর্থ, ওদালগুড়ি, টংলা, রঙিয়া, বরপেটা রোড, নিউ বঙাইগাঁও, কোকরাঝার, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি ও কিষানগঞ্জ স্টেশনে স্টপেজ থাকবে।

আরও পড়ুনঃ ভাঙছে শোভন-স্বস্তিকার জমাটি প্রেম? গায়কের জীবনে ফের প্রাক্তন? বিস্ফোরক অভিনেত্রী

advertisement

ব্রহ্মপুত্র নদীর উত্তর পার এবং অরুণাচল প্রদেশের রাজধানী শহর এলাকার বাসিন্দা, যারা দক্ষিণ ভারতের দিকে যাত্রা করার পরিকল্পনা করছেন তারা এই রেল পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারেন। এই রুটের অন্যান্য ট্রেনের অপেক্ষারত তালিকায় নাম থাকা যাত্রীরাও এই ট্রেনে যাত্রা করার সুযোগ নিতে পারেন।

আরও পড়ুনঃ পুজোপাঠ-শুভ কাজ ভুলেও নয়! সূর্যগ্রহণে কখন শুরু সূতককাল? জেনে নিন সর্বনাশের আগেই

advertisement

নর্দান রেলওয়ের রাসুইয়া ও বানথ্রা স্টেশনের ক্ষমতা বৃদ্ধির জন্য নন-ইন্টারলকিং ও অন্যান্য পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের পরিপ্রেক্ষিতে, নীচের বিবরণ অনুযায়ী কিছু ট্রেন বাতিল অথবা পথ পরিবর্তন করা হয়েছে।

ট্রেন পরিষেবার বাতিলকরণ:

৬ থেকে ১০ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯০৯ নং (ডিব্রুগড়-লালগড় জংশন) অবধ অসম এক্সপ্রেস এবং ৯ থেকে ১৩ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯১০ নং (লালগড় জংশন-ডিব্রুগড়) অবধ অসম এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

advertisement

ট্রেনের পথ পরিবর্তন:

.৭ এপ্রিল, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫৪ নং (জম্মু তাওয়াই-গুয়াহাটি) এক্সপ্রেস ট্রেনটি সাহরানপুর জংশন-মিরাট সিটি জংশন-খুরজা জংশন-কানপুর সেন্ট্রাল-লখনউ হয়ে পথ পরিবর্তন চলবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/দেশ/
Train Cancel| Indian Railways|| ট্র্যাক-নন ইন্টারলকিংয়ের কাজ চলবে, কোন কোন ট্রেন বাতিল? রইল বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল