Surya Grahan 2023| Solar Eclipse 2023|| পুজোপাঠ-শুভ কাজ ভুলেও নয়! সূর্যগ্রহণে কখন শুরু সূতককাল? জেনে নিন সর্বনাশের আগেই
- Published by:Shubhagata Dey
- Reported by:Trending Desk
Last Updated:
Solar Eclipse 2023 Effect: ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূতককালও খুব গুরুত্বপূর্ণ। সাধারণত সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে শুরু হয় এই সূতককাল। এই সূতককালে যে কোনও রকম পুজোপাঠ বা শুভ কর্ম করা নিষিদ্ধ।
*বাংলা হোক বা ইংরেজি- নতুন বছরের প্রথম সূর্য গ্রহণ ঘটতে চলেছে চলতি মাসেই। আগামী ২০ এপ্রিল পৃথিবীর বুক থেকে দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এসে দাঁড়ালেই সূর্যগ্রহণ হয়। কিন্তু এই সব মহাজাগতিক ঘটনার প্রভাব মানুষের জীবনে পড়ে বলে মনে করে ভারতীয় জ্যোতিষশাস্ত্র। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*২০ এপ্রিল ২০২৩, বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তবে, এটি কম্বোডিয়া, চিন, আমেরিকা, মাইক্রোনেশিয়া, মালয়েশিয়া, ফিজি, জাপান, সামোয়া, সলোমন, ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ ভারত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। সংগৃহীত ছবি।
advertisement