TRENDING:

Indian Railway: ১ লক্ষ ৬০ হাজার টাকা...বিনা টিকিটের যাত্রী ধরতে পথে নামলেন খোদ রেলের শীর্ষকর্তা! বড় কাণ্ড

Last Updated:

Indian Railway: এই অবস্থায় বিনা টিকিটের যাত্রী ধরতে খোদ রাস্তায় নামলেন পূর্ব রেলের পিসিসিএম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিদিন বাড়ছিল বিনা টিকিটে যাত্রীদের যাতায়াতের সংখ্যা। এই অবস্থায় বিনা টিকিটের যাত্রী ধরতে খোদ রাস্তায় নামলেন পূর্ব রেলের পিসিসিএম। টিকিট পরীক্ষকদের সঙ্গে নিয়েই একটা নির্দিষ্ট সেকশনে চালানো হল অভিযান। পূর্ব রেলওয়ে রামপুরহাট-পাকুর সেকশনে নিবিড় টিকিট চেকিং অভিযান পরিচালনা করেছে, পিসিসিএমের নেতৃত্বে।
* বিনা টিকিটের যাত্রী ধরতে পথে নামলেন খোদ রেলের শীর্ষ আধিকারিক 
* বিনা টিকিটের যাত্রী ধরতে পথে নামলেন খোদ রেলের শীর্ষ আধিকারিক 
advertisement

টিকিটবিহীন ভ্রমণ রোধ এবং রেলওয়ে নিয়ম মেনে চলা নিশ্চিত করার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে, পূর্ব রেলওয়ে গত কয়েকদিন ধরেই, সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত, হাওড়া ডিভিশনের অধীনে রামপুরহাট স্টেশন, পাকুর স্টেশন এবং রামপুরহাট-পাকুর সেকশনে চলমান ট্রেনগুলিতে একটি বিশেষ নিবিড় টিকিট চেকিং অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের নেতৃত্ব দেন পূর্ব রেলওয়ের প্রধান প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পিসিসিএম) এবং তার সঙ্গে ছিলেন বিভাগীয় বাণিজ্যিক ব্যবস্থাপক, হাওড়া।

advertisement

আরও পড়ুন: কালো গর্ত, প্রবল যন্ত্রণা! দাঁতে পোকার সমস‍্যায় জেরবার? মিষ্টি খেলেই নয়, কোন ভিটামিনের অভাবে দাঁতে পোকা লাগে জানেন?

টিকিট চেকিং অভিযানটি সুপরিকল্পিত এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়েছিল, যার মধ্যে ৪ জন বাণিজ্যিক পরিদর্শক, ১৭ জন ভ্রমণকারী টিকিট পরীক্ষক (টিটিই) এবং ১১ জন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কর্মী* ছিলেন। পিসিসিএম/পূর্ব রেলওয়ের নেতৃত্বে, দলটি স্টেশন প্রাঙ্গণ এবং চলমান ট্রেনগুলির বিস্তৃত কভারেজ নিশ্চিত করেছিলেন।

advertisement

এই অভিযানে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে, মোট ৩৬৮টি টিকিট অনিয়মের ঘটনা সনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৪৪টি টিকিটবিহীন ভ্রমণের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। অভিযান চলাকালীন মোট ১,৬৬,২৬০ টাকা জরিমানা এবং জরিমানা আদায় করা হয়েছে। এই সফল অভিযানটি পূর্ব রেলওয়ের রাজস্ব সুরক্ষা এবং ন্যায্য ভ্রমণ অনুশীলনের প্রতি প্রতিশ্রুতি তুলে ধরে, যা প্রকৃত যাত্রীদের স্বার্থ রক্ষা করে।

advertisement

আরও পড়ুন: প্রেশার কুকারে ঘি! সময় লাগবে ঠিক ১০ মিনিট…নাড়ানাড়ির ঝামেলা নেই, চটজলদি বানিয়ে ফেলুন ১০০% খাঁটি, দেশী ঘি, শিখে নিন সহজ রেসিপি

পূর্ব রেলের পিসিসিএম জানিয়েছেন, বিনা টিকিটের ভ্রমণ আইনত অপরাধ , তাই পূর্ব রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক দায়িত্বশীল ভ্রমণ আচরণের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং জরিমানা এবং অসুবিধা এড়াতে সকল যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে শৃঙ্খলা বজায় রাখতে এবং মসৃণ রেলওয়ে কার্যক্রম নিশ্চিত করতে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: ১ লক্ষ ৬০ হাজার টাকা...বিনা টিকিটের যাত্রী ধরতে পথে নামলেন খোদ রেলের শীর্ষকর্তা! বড় কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল