জুবজা-ইম্ফল নতুন লাইনের প্রকল্পটি নাগাল্যান্ড ও মণিপুর উভয় রাজ্যের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ প্রদান করবে, যা রেলওয়ে ট্র্যাফিকের উন্নত চলাচলে সাহায্য করবে। এই প্রত্যক্ষ যোগাযোগের ফলে মানুষ ও উপকরণ উভয়ের জন্য পরিবহণের সময়, ব্যয় ও দূরত্ব হ্রাস করবে, যার ফলে সংশ্লিষ্ট এলাকা ও সমগ্র অঞ্চলের আর্থ-সামাজিক ব্যবস্থার এক বৃহৎ উন্নতি ঘটবে। নতুন স্টেশন, সড়ক যোগাযোগ, গুডস ইয়ার্ড, ব্যবসার মতো পরিকাঠামোমূলক উন্নয়নের ফলে নিকটবর্তী জেলাগুলির সামগ্রিক অর্থনৈতিক বিকাশ ঘটবে। পণ্য সামগ্রীর বিরামহীন চলাচলের ফলে পণ্য পরিষেবা ব্যবহারের দ্বারা বিদ্যমান ব্যবসার জন্য উল্লেখযোগ্যভাবে ব্যয় হ্রাস পাবে।
advertisement
আরও পড়ুন-ওয়েবেল এবং ডব্লুটিএল নিয়ে আজ বড় দুর্নীতির পর্দাফাঁস শুভেন্দুর ?
অসমের ধনসিরি স্টেশন থেকে কোহিমা সংলগ্ন জুবজা পর্যন্ত ডিমাপুর-কোহিমা নতুন রেলওয়ে লাইন প্রকল্পের কাজও অগ্রগতির পর্য্যায়ে আছে। এছাড়াও, দেশের অবশিষ্ট অংশের সাথে মণিপুরের রাজধানী শহর ইম্ফলকে সংযুক্ত করতে জিরিবাম-ইম্ফল নতুন লাইন রেলওয়ে প্রকল্পের কাজও পূর্ণগতিতে চলছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ‘উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে রাজ্যের রাজধানী সংযোগী প্রকল্প এবং আন্তর্জাতিক সংযোগী প্রকল্পের একটি অংশ হিসেবে জুবজা (নাগাল্যান্ড)-ইম্ফল (মণিপুর)নতুন লাইন প্রকল্পের জন্য অনুমোদিত চূড়ান্ত স্থানের সমীক্ষা এই অঞ্চলের আন্তঃরাজ্য সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি প্রত্যক্ষ রুট প্রদান করবে। অশান্ত মণিপুরে রেলের কাজ অবশ্য চলছে। গতবছর প্রাকৃতিক দূর্যোগের কারণে এই অংশে কাজ বন্ধ ছিল দীর্ঘ সময়। এবার দ্রুত সেই কাজ করতে চাইছে রেল মন্ত্রক। কাজে যাতে কোনও বাধা না আসে সেই ব্যাপারে সতর্ক প্রশাসন।’