TRENDING:

৫৫টি দেশে ভিসা-ফ্রি ট্রাভেলের সুযোগ ! ভারতীয় পাসপোর্ট এখন ৮০তম স্থানে, দেখে নিন কী বলছে ২০২৬ র‍্যাঙ্কিং

Last Updated:

Indian Passport Rises To 80th Spot With Visa-Free Access To 55 Countries: সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক ২০২৬ অনুসারে ভারত এখন বিশ্বব্যাপী ৮০তম স্থানে রয়েছে, যা গত বছরের ৮৫তম স্থানের নিরিখে দেখলে ধারাবাহিকভাবে বৃদ্ধি বা উন্নতির কথাই বলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: একটি উন্নত দেশের মানদণ্ড নিয়ে প্রশ্ন তুললে জীবনযাত্রার ধরন যদি এক হাতে বিবেচ্য হয়, অন্য হাতে অবশ্যই থাকবে আন্তর্জাতিক সম্পর্কের কথাও। কেন না, তা এক স্পষ্ট স্বীকৃতি, উন্নত না হলে সারা বিশ্ব থেকে স্বীকৃতি আসে না। আর এই ক্ষেত্রে এক অপরিহার্য ভূমিকা পালন করে চলে সেই দেশের পাসপোর্ট। কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, সেই বিচার তাই ফি বছর হয়ে থাকে।
ভারতীয় পাসপোর্ট এখন ৮০তম স্থানে
ভারতীয় পাসপোর্ট এখন ৮০তম স্থানে
advertisement

এবার যেমন বিশ্বব্যাপী গতিশীলতার তালিকায় ভারতীয় পাসপোর্টের অবস্থান উন্নত হয়েছে বলতেই হয়। সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক ২০২৬ অনুসারে ভারত এখন বিশ্বব্যাপী ৮০তম স্থানে রয়েছে, যা গত বছরের ৮৫তম স্থানের নিরিখে দেখলে ধারাবাহিকভাবে বৃদ্ধি বা উন্নতির কথাই বলে। ভারতীয় পাসপোর্ট এখন ৫৫টি গন্তব্যে ভিসা-মুক্ত প্রবেশাধিকার প্রদান করে, যা আলজেরিয়ার সমকক্ষ। যদিও এটি একটি ইতিবাচক পদক্ষেপ, তবুও বিশ্বের বৃহৎ অংশে এখনও ভারতীয় নাগরিকদের জন্য ভিসার প্রয়োজন, যার অর্থ শীর্ষস্থানীয় দেশগুলির তুলনায় বিশ্বব্যাপী ভ্রমণ স্বাধীনতা সীমিত। আরও যা না বললেই নয়- ২০২৫ সালে যদিও ভারত বৈশ্বিক সূচকে ৮৫তম স্থানে ছিল,তবে ভারতীয় পাসপোর্টধারীরা পূর্ববর্তী ভিসা ছাড়াই বিশ্বের ৫৭টি গন্তব্যে প্রবেশাধিকার পেয়েছিলেন।

advertisement

আরও পড়ুন-পটনায় প্রেম, হাওড়ায় বিয়ে ! স্ত্রী স্বামীর চেয়ে বয়সে বড়, IPS আর IAS-এর প্রেমের গল্প মুগ্ধ করবে

এই বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা কোন কোন দেশের কাছে গেল?

– টানা তৃতীয় বছরের জন্য সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মুকুট ধরে রেখেছে,১৯২টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার প্রদান করে এই স্থান অর্জন করেছে সিঙ্গাপুর।

advertisement

– ১৮৮টি দেশে প্রবেশাধিকার নিয়ে জাপান এবং দক্ষিণ কোরিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।

– ১৮৬টি গন্তব্য নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন এবং সুইৎজারল্যান্ড।

– চতুর্থ স্থানটি অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নরওয়ে-সহ ইউরোপীয় দেশগুলির একটি গোষ্ঠীর দখলে রয়েছে, যারা ১৮৫টি গন্তব্যে প্রবেশের সুযোগ দেয়।

advertisement

– পঞ্চম স্থানটি দখল করে আছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি, যাদের ১৮৪টি দেশে ভিসা ফ্রি প্রবেশাধিকার রয়েছে।

আরও পড়ুন– চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন ! থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২২

আর বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট? ওই হিসেবটাও তো জানা দরকার!

– আফগানিস্তান রয়েছে সবচেয়ে নীচে, এই দেশের নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংক্রান্তির সকালে হঠাৎই নদী ভাঙন! তছনছ বর্ধমানের গ্রাম, দেখুন ভয়াবহ ভিডিও
আরও দেখুন

এবার ফিরে আসা যাক নিজের দেশে, যা দেখা যাচ্ছে অবস্থান নিতান্ত মন্দ নয়! তবে এই অবস্থান ভারতের জন্য উর্ধ্বমুখী গতি তথা অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে ঠিকই, যদিও সত্যিকারের বিশ্বব্যাপী গতিশীলতা অর্জনের জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে সেটাও বলে চলেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৫৫টি দেশে ভিসা-ফ্রি ট্রাভেলের সুযোগ ! ভারতীয় পাসপোর্ট এখন ৮০তম স্থানে, দেখে নিন কী বলছে ২০২৬ র‍্যাঙ্কিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল