TRENDING:

এক মাস আগে বিয়ে, ছুটি কাটিয়ে ডিউটি-তে যোগ দিয়েই শহিদ বাংলার সেনা জওয়ান

Last Updated:

Bengal soldier Martyred: বিয়ের পর ডিউটিতে যোগ দিয়েছিলেন। বাংলার ছেলে ঘরে ফিরবেন তেরঙা জড়িয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শুক্রবার (৫ মে) জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কান্দি এলাকায় সন্ত্রাসবাদী হামলায় রাইফেলম্যান সিদ্ধান্ত ছেত্রী সহ পাঁচ সেনা জওয়ান শহিদ হন। ২৫ বছর বয়সী প্যারাট্রুপার সিদ্ধান্ত ছেত্রী গত মাসে (এপ্রিল 2023) বিয়ে করেছিলেন। বিয়ের পরই এপ্রিল মাসে তিনি ডিউটিতে ফিরে আসেন।
advertisement

সিদ্ধান্ত ছেত্রী পশ্চিমবঙ্গের দার্জিলিং পুলবাজার ব্লকের বাসিন্দা। তাঁকে জম্মুতে পোস্ট করা হয়েছিল। জম্মুর মান্ডি রাজৌরি থানা এলাকায় একটি সন্ত্রাসী হামলায় সিদ্ধান্ত ছেত্রী লড়াই করার সময় দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেন।

আরও পড়ুন- শক্তিশালী ভবিষ্যতের জন্য পথ প্রশস্ত, ৯ বছরে ৩৭,০১১ রুট কিলোমিটার বৈদ্যুতিকীকরণ

ছেত্রী ২০১৯ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২১ সালে প্যারা এসএফ-এ নির্বাচিত হন। তিনি সেনার অনেক মহড়ায় অংশ নেন। সম্প্রতি বিয়ে করার পর তিনি ১৪ এপ্রিল ডিউটি জয়েন করতে জম্মুতে ফিরে আসেন।

advertisement

সিদ্ধান্ত ছেত্রী ছাড়াও চার শহিদের মধ্যে রয়েছেন উত্তরাখণ্ডের গাইরসাইনের ল্যান্স নায়েক রুচিন সিং রাওয়াত, হিমাচল প্রদেশের কাংড়া জেলার নায়েক অরবিন্দ কুমার, জম্মুর আখনুরের হাভালদার নীলম সিং এবং হিমাচল প্রদেশের সিরমাউরের প্যারাট্রুপার প্রমোদ নেগি।

সামরিক ঐতিহ্য পালন করে শেষকৃত্যের জন্য শহিদদের মরদেহ তাঁদের জন্মস্থানে নিয়ে যাওয়া হবে। এই হামলায় মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।

advertisement

গত মাসে সন্ত্রাসবাদীরা পুঞ্চ জেলার ভাটা ধুরিয়ানে একটি সেনা ট্রাকে অতর্কিত হামলা করেছিল। সেই হামলায় পাঁচ সেনা জওয়ান শহিদ হয়েছিলেন। ওই হামলায় একদল সন্ত্রাসবাদীর উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী অভিযান শুরু করে, যা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন- এক ছাদের নীচে সরকার-বিরোধী সব বিধায়ক, ত্রিপুরায় নজিরবিহীন উদ্যোগ মুখ্যমন্ত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজৌরি সেক্টরে সন্ত্রাসীদের নির্মূল করতে অপারেশন ত্রিনেত্র চালানো হচ্ছে। সন্ত্রাসীদের মধ্যে অনেকের গুরুতর আহত হওয়ার সম্ভাবনাও প্রকাশ করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এক মাস আগে বিয়ে, ছুটি কাটিয়ে ডিউটি-তে যোগ দিয়েই শহিদ বাংলার সেনা জওয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল