TRENDING:

পাকিস্তানের ছোড়া গোলা প্রাণ কাড়ল বায়ুসেনার চিকিৎসাকর্মীর! ঘরে দুই শিশু নিয়ে শোকে বিহ্বল স্ত্রী!

Last Updated:

Pakistan Attacks India:পাক অধিকৃত অঞ্চল থেকে ছোড়া গোলায় জম্মু-কাশ্মীরের উধমপুরে শহিদ হলেন ভারতীয় বায়ুসেনার চিকিৎসাকর্মী সুরেন্দ্র কুমার! তাঁর পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাক অধিকৃত অঞ্চল থেকে ছোড়া গোলার আঘাতে জম্মু-কাশ্মীরের উধমপুরে শহিদ হলেন ভারতীয় বায়ুসেনার এক চিকিৎসাকর্মী। মৃতের নাম সুরেন্দ্র কুমার। তিনি বায়ুসেনার মেডিক্যাল বিভাগের সদস্য ছিলেন। ঘটনার সময় তিনি কর্মরত ছিলেন বায়ুসেনার ৩৯ নম্বর উইংয়ে। শনিবার সকালবেলাতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
চিকিৎসাকর্মী সুরেন্দ্র কুমার। ছবি: সংগৃহীত।
চিকিৎসাকর্মী সুরেন্দ্র কুমার। ছবি: সংগৃহীত।
advertisement

রাজস্থানের ঝুনঝনুর বাসিন্দা সুরেন্দ্র ১৪ বছর ধরে বায়ুসেনায় কর্মরত ছিলেন। সেনার তরফে তাঁর শ্যালক জয়প্রকাশকে এই মৃত্যুসংবাদ দেওয়া হয়। সুরেন্দ্রর কাকা সুভাষ মোগা জানান, ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগদানের প্রবল ইচ্ছা ছিল তাঁর ভাইপোর। এলাকায় যেতেই তরুণদের সেনায় যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন সুরেন্দ্র। অত্যন্ত প্রাণোচ্ছল এবং পরোপকারী স্বভাবের মানুষ ছিলেন তিনি।

advertisement

বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!

‘আমার টাকাটা?’ রাজধানী এক্সপ্রেসে চড়েও আরাম নেই! সিটে গা এলাতেই হাজির প্যান্ট্রি বয়…যা হল! জবাব দিল IRCTC

মাত্র কয়েক সপ্তাহ আগেই, এপ্রিল মাসে ছুটিতে বাড়ি গিয়েছিলেন সুরেন্দ্র। পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে ১৫ এপ্রিল ফের কাজে যোগ দেন। সম্প্রতি নিজে হাতে তৈরি করেছেন একটি নতুন বাড়িও। কাজে যোগ দেওয়ার ঠিক আগেই সেই বাড়িতে গৃহপ্রবেশ সম্পন্ন হয়েছিল।

advertisement

সুরেন্দ্রর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী সীমা ও দুই শিশু সন্তান। তাঁদের বয়স যথাক্রমে আট ও পাঁচ বছর। ঘটনার সময় সীমা ছিলেন বাপের বাড়িতে। সেখানেই স্বামীর মৃত্যুসংবাদ পান তিনি। মর্মান্তিক সেই খবরে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সুরেন্দ্রর বাবা শিশুপাল কুমার ছিলেন সিআরপিএফ কর্মী। পরিবারজুড়ে একাধিক সদস্য দেশের সেবায় নিয়োজিত। আরেকবার শোকস্তব্ধ হল এই পরিবার, দেশ হারাল এক সৎ ও কর্তব্যনিষ্ঠ সৈনিককে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পাকিস্তানের ছোড়া গোলা প্রাণ কাড়ল বায়ুসেনার চিকিৎসাকর্মীর! ঘরে দুই শিশু নিয়ে শোকে বিহ্বল স্ত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল