TRENDING:

NCRB Data: ২০২১ সালে ভারতে ধর্ষণের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ! প্রতিদিন নতুন ৮৬ ঘটনা

Last Updated:

NCRB Data: রাজ্য ভিত্তিক হিসাবে দেখা যাচ্ছে, রাজস্থানে সবচেয়ে বেশি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে, শেষ বছরে সেই সংখ্যাটি ৬ হাজার ৩৩৭৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০২১ সালে ভারতে হুহু করে বেড়েছে ধর্ষণের সংখ্যা৷ জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তরফ থেকে যে তথ্য প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গিয়েছে, ২০২১ সালে ভারতে মোট ৩১ হাজার ৬৭৭টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে৷ প্রতিদিন ভারতে ৮৬টি নতুন ধর্ষণের অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে৷ মহিলাদের হেনস্থার ঘটনা প্রতি ঘণ্টায় জমা পড়েছে ৪৯টি করে৷ ২০২০ সালে দেশে মোট ধর্ষণের ঘটনা ছিল ২৮ হাজার ৪৬টি, ২০১৯ সালে ছিল ৩২ হাজার ৩৩টি, সেই সংখ্যাই অনেকটা বেড়েছে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

রাজ্য ভিত্তিক হিসাবে দেখা যাচ্ছে, রাজস্থানে সবচেয়ে বেশি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে, শেষ বছরে সেই সংখ্যাটি ৬ হাজার ৩৩৭৷ তালিকায় সবার উপরে রয়েছে রাজস্থান, এর পরে তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (২,৯৪৭) তার পর তালিকায় রয়েছে মহারাষ্ট্র (২,৪৯৬), উত্তরপ্রদেশ (২,৮৪৫), দিল্লিতে মোট ১,২৫০টি ধর্ষণের ঘটনা পুলিশে জমা পড়েছে৷ লাখ পিছু মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনার তালিকাতেও সর্বোচ্চ স্থানে রয়েছে রাজস্থান, সেখানে গড় ১৬.৪, তার পর রয়েছে ছত্তিসগঢ় (১৩.৩), দিল্লি (১২.৯), হরিয়ানা (১২.৩), অরুণাচল প্রদেশ (১১.১)৷ দেশের ক্ষেত্রে এই গড় ৪.৮৷

advertisement

আরও পড়ুন: শুভেন্দুর আর্জি খারিজ! কুণালের মানহানি মামলায় দিতে হবে সশরীরে হাজিরা

আরও পড়ুন: স্ত্রীর সৌন্দর্য আর আগের মতো নেই, মুখে অ্যাসিড-তেল ঢালল স্বামী! শিউরে উঠল রায়গঞ্জ

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

সারা দেশে এক বছরে মহিলারা আক্রমণের সামনে পড়েছে, এমন ঘটনার সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ২৭৮৷ প্রতি লাখে এই অপরাধের সংখ্যা ৬৪.৫টি৷ এই ঘটনাগুলির মধ্যে চার্জশিট জমা পড়েছে ৭৭.১ শতাংশ৷ ২০২০ সালে এই অপরাধের সংখ্যা ছিল তিন লক্ষ ৭১ হাজারের কিছু বেশি, ২০১৯ সালে তা ছিল ৪ লক্ষ ৫ হাজারের বেশি৷ মহিলাদের বিরুদ্ধে অপরাধের মধ্যে যে সামগ্রিক তালিকা সেখানে রয়েছে, সেখানে রয়েছে ধর্ষণ, অত্যাচার, শ্লীলতাহানী-র মতো ঘটনা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
NCRB Data: ২০২১ সালে ভারতে ধর্ষণের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ! প্রতিদিন নতুন ৮৬ ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল