TRENDING:

Indian Cities under Blackout Red Alert: বদলা নিতে মরিয়া পাকিস্তান!দেশের কোন কোন শহরে ব্ল্যাকআউট, রেড অ্যালার্ট? দেখুন তালিকা

Last Updated:

নিরাপত্তার স্বার্থেই পাকিস্তান সীমান্ত লাগোয়া এবং সীমান্তের কাছাকাছি বেশ কয়েকটি রাজ্যের একাধিক শহর এবং এলাকায় ব্ল্যাকআউট এবং রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং ভারতের মিলিটারি এজেন্সিগুলি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অপারেশন সিঁদুরের পর ভারতের উপরে হামলা চালাতে মরিয়া পাকিস্তান৷ গত তিন দিনে একাধিক বার ভারতের সীমান্ত লাগোয়া রাজ্যগুলিকে ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান৷ ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ার চেষ্টা করেছে পাক বায়ুসেনার যুদ্ধবিমান৷ যদিও ভার সেই সমস্ত অপচেষ্টাই ব্যর্থ হয়েছে৷
দেশের একাধিক শহরে ব্ল্যাকআউট, রেড অ্যালার্ট৷ ছবি- পিটিআই
দেশের একাধিক শহরে ব্ল্যাকআউট, রেড অ্যালার্ট৷ ছবি- পিটিআই
advertisement

এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থেই পাকিস্তান সীমান্ত লাগোয়া এবং সীমান্তের কাছাকাছি বেশ কয়েকটি রাজ্যের একাধিক শহর এবং এলাকায় ব্ল্যাকআউট এবং রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং ভারতের মিলিটারি এজেন্সিগুলি৷

কোন রাজ্যের কোন কোন শহরে ব্ল্যাকআউট এবং রেড অ্যালার্টের নির্দেশ?

জম্মু এবং কাশ্মীর- জম্মু, শ্রীনগর, উধমপুর, সাম্বা, বারামুলা, কুপওয়ারা, আখনৌর, রাজৌরি, পুঞ্চ, কিস্তওয়ার৷

advertisement

পঞ্জাব- অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড়, মোহালি, পাঠানকোট, গুরদাসপুর, ফিরোজপুর, ফাজিলকা, তরন তরন, কাপুরথালা, সাংগরুর, ভাতিন্ডা, হোসিয়ারপুর, ফাগওয়ারা, রূপনগর৷

আরও পড়ুন: আকাশসীমা খুলে রেখে বিরাট ফাঁদ পেতেছিল পাকিস্তান, গোটা বিশ্বে বদনাম হত ভারতের! ধরে ফেলল ভারতীয় বায়ুসেনা

রাজস্থান- জয়পুর, যোধপুর, বিকানের, জয়সলমের, শ্রীগঙ্গানগর, বারমের, ফালোদি৷

হরিয়ানা- আম্বালা, পঞ্চকুলা, সিরসা, পানিপথ, কারনাল৷

advertisement

গুজরাত- ভুজ, নালিয়া, নখতরানা, গান্ধিরাম, বনসকাঁথার সীমান্ত লাগোয়া গ্রামগুলি, এ ছাড়াও পতনের কয়েকটি গ্রাম৷

এ ছাডা়ও গোটা দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ মক ড্রিলের জন্য দিল্লির কিছু এলাকায় ব্ল্যাকআউটেরও নির্দেশ দেওয়া হয়েছে৷

হিমাচল প্রদেশ- উনা, কাংগরা, বিলাসপুর, হামিরপুর৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

জনবসতিপূর্ণ এলাকাগুলিতে যাতে শত্রুপক্ষ আকাশপথে হামলা না চালাতে পারে, সেই জন্যই ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়৷ এই শহরগুলির বাসিন্দাদের আলো নিভিয়ে বাড়ির ভিতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Cities under Blackout Red Alert: বদলা নিতে মরিয়া পাকিস্তান!দেশের কোন কোন শহরে ব্ল্যাকআউট, রেড অ্যালার্ট? দেখুন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল