TRENDING:

India Pakistan Border Alert: ভারতের এই সীমান্ত এলাকায় বাড়ছে পাকিস্তানি গতিবিধি, কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠকে 'গুরুত্বপূর্ণ' সিদ্ধান্ত সেনা প্রধানের!

Last Updated:

India Pakistan Border Alert: ভারত-পাকিস্তান সংঘাত আবহে বায়ুসেনার পরে এবার সেনার সতর্কতা নিয়ে জোর চর্চা শুরু দিল্লিতে। কোনওরকম ফাঁক রাখতে চায় না ভারতীয় সেনাবাহিনী। তাই তড়িঘড়ি রাজধানী দিল্লিতে সেনাপ্রধান বৈঠক সারলেন কমান্ডারদের সঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সংঘাত আবহে বায়ুসেনার পরে এবার সেনার সতর্কতা নিয়ে জোর চর্চা শুরু দিল্লিতে। কোনওরকম ফাঁক রাখতে চায় না ভারতীয় সেনাবাহিনী। তাই তড়িঘড়ি রাজধানী দিল্লিতে সেনাপ্রধান বৈঠক সারলেন কমান্ডারদের সঙ্গে।
জরুরি বৈঠকে 'গুরুত্বপূর্ণ' সিদ্ধান্ত
জরুরি বৈঠকে 'গুরুত্বপূর্ণ' সিদ্ধান্ত
advertisement

ভারত পাক সীমান্ত সংঘর্ষের পরিবেশে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ভারতের পশ্চিম সীমানায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত গতকাল কর্ণেল সোফিয়া কুরেশি উল্লেখ করেছিলেন, ভারতের কাছে খবর আছে পাকিস্তান পশ্চিম সীমান্ত এলাকায় বাড়তি সেনা মোতায়েন-সহ নানা কার্যকলাপ চালাচ্ছে। তাই পশ্চিম সীমান্ত এলাকাগুলিতে বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের জরুরি বৈঠকে।

advertisement

আরও পড়ুন: ‘টিকিট কই আপনার…?’ তড়িঘড়ি ডিউটিতে ফিরছিলেন সেনা জওয়ান, ‘টিটি’ যা করল তাঁর সঙ্গে, ভিডিও ‘ফাঁস’ হতেই ছুটল ঘাম!

আরও পড়ুন: পেল্লাই সাইজ…! পদ্মায় দু-দুটি ইলিশ উঠল জেলের জালে! দাম উঠল কত? শুনলেই চোখ উঠবে মাথায়, গ্যারান্টি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, গত দু’দিন ধরে ভারতীয় সেনা রাজস্থান, গুজরাত ও পঞ্জাবের একাংশে পাকিস্তানের নানা চক্রান্ত ব্যর্থ করেছে। একাধিক এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। ভারত-পাকিস্তান সংঘাত বিরতি চললেও তাই সতর্কতায় কোনও কসুর করতে চাইছে না ভারতীয় সেনা। আর সেই কারণেই সীমান্ত সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা সেরে ফেলতে ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতাই কমান্ডারদের সঙ্গে রবিবার দুপুরে দীর্ঘ বৈঠক সারলেন সেনা প্রধান।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan Border Alert: ভারতের এই সীমান্ত এলাকায় বাড়ছে পাকিস্তানি গতিবিধি, কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠকে 'গুরুত্বপূর্ণ' সিদ্ধান্ত সেনা প্রধানের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল