ভারত পাক সীমান্ত সংঘর্ষের পরিবেশে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ভারতের পশ্চিম সীমানায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত গতকাল কর্ণেল সোফিয়া কুরেশি উল্লেখ করেছিলেন, ভারতের কাছে খবর আছে পাকিস্তান পশ্চিম সীমান্ত এলাকায় বাড়তি সেনা মোতায়েন-সহ নানা কার্যকলাপ চালাচ্ছে। তাই পশ্চিম সীমান্ত এলাকাগুলিতে বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের জরুরি বৈঠকে।
advertisement
উল্লেখ্য, গত দু’দিন ধরে ভারতীয় সেনা রাজস্থান, গুজরাত ও পঞ্জাবের একাংশে পাকিস্তানের নানা চক্রান্ত ব্যর্থ করেছে। একাধিক এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। ভারত-পাকিস্তান সংঘাত বিরতি চললেও তাই সতর্কতায় কোনও কসুর করতে চাইছে না ভারতীয় সেনা। আর সেই কারণেই সীমান্ত সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা সেরে ফেলতে ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতাই কমান্ডারদের সঙ্গে রবিবার দুপুরে দীর্ঘ বৈঠক সারলেন সেনা প্রধান।