রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক ভাবেই ভাল৷ রাশিয়ার ইউক্রেন হানা নিয়েও তাই সতর্ক অবস্থান নিয়েছে নয়াদিল্লি৷ ইউক্রেনে হিংসা বন্ধের বার্তা দিলেও সরাসরি রুশ হামলার নিন্দা করেনি ভারত৷ রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানেও বিরত থেকেছে তারা৷
আরও পড়ুন: যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করছে না কোনও দেশই! কিন্তু কেন, কী বলছেন বিশেষজ্ঞরা
advertisement
তবে রাশিয়ার থেকে কম দামে তেল কেনা নিয়ে ভারতের চিন্তার কারণ হতে পারে আমেরিকার আপত্তি৷ কারণ আমেরিকা চায়, তাদের মতো অন্যান্য দেশও রাশিয়ার থেকে জ্বালানি তেল না কিনে তাদের আরও কোণঠাসা করে দিক৷
আরও পড়ুন: ইউক্রেনের উপর হামলা করতে চিনের থেকে অস্ত্র চাইছে রাশিয়া? নতুন তথ্যে ইঙ্গিত বিশ্বযুদ্ধের
পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তেল কেনা নিয়ে ভারতের আলোচনা শুরু হয়েছে৷ সংসদে তিনি জানিয়েছেন, রাশিয়ার থেকে কতটা তেল পাওয়া যাবে, তা বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করছে৷
সৌদি আরবের পর রাশিয়াই পৃথিবীর বৃহত্তম তেল রপ্তানীকারী দেশ৷ ইউরোপের অধিকাংশ দেশ তেলের জন্য রাশিয়ার উপরে নির্ভরশীল৷ অন্যদিকে সবথেকে বেশি তেল আমদানিকারী দেশগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ভারত৷ যদিও নিজেদের প্রয়োজনের মাত্র তিন শতাংশ তেল রাশিয়া থেকে কেনে ভারত৷