দেশের পাশাপাশি রাজ্যের চিত্রও বেশ উদ্বেগের। বুধবারে, রাজ্যে নতুন কোভিড আক্রন্তের সংখ্যা ছিল ৯১১, যা মঙ্গলবারের থেকে খানিকটা বেশি। মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল ৮৮৩। এইদিনে রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ৪জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়াঁল ২১,৩৮০-এ যা স্বাস্থ্যদফতরের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। যদিও রাজ্যে সুস্থতার হার ৯৮.৪৫ শতাংশ, যা খানিকটা স্বস্তি দিয়েছে।
advertisement
আরও পড়ুন: ববির থেকে বাদ আবাসন-পরিবহণ! দায়িত্ব বাড়ল অরূপের, পার্থর দফতর বণ্টনে চমক
করোনা সঙ্গে দেশবাসীর মনে ভীতি তৈরি করছে মাঙ্কিপক্স। করোনার মধ্যেই দেশে বাড়ছে মাঙ্কিপক্স সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বুধবার এই রোগের সংক্রমণ এড়াতে কী করণীয় এবং কী করণীয় নয় তার একটি তালিকা প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে কারও যদি সংক্রামিত ব্যক্তির সঙ্গে দীর্ঘসময় বা বারবার যোগাযোগ হয়ে থাকে তবে তিনি ভাইরাসে আক্রান্ত হতে পারেন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সাবান ও জল দিয়ে হাত ধোয়া, মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখা এবং রোগীর কাছাকাছি থাকাকালীন ডিসপোজেবল গ্লাভস দিয়ে হাত ঢেকে রাখা এবং জীবাণুনাশক ব্যবহার করে চারপাশের পরিবেশকে জীবাণুমুক্ত করার নির্দেশও দিয়েছে মন্ত্রক।