TRENDING:

Coronavirus Update || দেশে বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কর্ণাটক, কেরল

Last Updated:

Coronavirus Update || বৃহস্পতিবার দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১৯,৮৯৩ জন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একদিকে মাঙ্কিপক্স অন্যদিকে করোনা৷ যুগল ভীতিতে আপাতত আতঙ্কে দেশবাসী৷ বুধবারের তুলনায় বেশ খানিকটা বাড়ল দৈনিক সংক্রমণ৷ বৃহস্পতিবার দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১৯,৮৯৩ জন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ১৭,১৩৫৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মোট আক্রান্ত ৪,৮০,৮৭,০৩৭। দেশে দৈনিক মৃত্যু ৫৩৷ এর মধ্যে কেরালাতেই মৃত্যু হয়েছে ১৬ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫,২৬,৩৫৭। সংক্রমণের শীর্ষে রয়েছে কর্ণাটক৷ ত্রাস বাড়াচ্ছে দুই দক্ষিণী রাজ্যই৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০,৪১৯ জন৷ সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ৷
advertisement

দেশের পাশাপাশি রাজ্যের চিত্রও বেশ উদ্বেগের। বুধবারে, রাজ্যে নতুন কোভিড আক্রন্তের সংখ্যা ছিল ৯১১, যা মঙ্গলবারের থেকে খানিকটা বেশি। মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল ৮৮৩। এইদিনে রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ৪জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়াঁল ২১,৩৮০-এ যা স্বাস্থ্যদফতরের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। যদিও রাজ্যে সুস্থতার হার ৯৮.৪৫ শতাংশ, যা খানিকটা স্বস্তি দিয়েছে।

advertisement

আরও পড়ুন:  Rahul Gandhi on Tiranga: "যারা সবাইকে ডিপি বদলাতে বলছে তাদেরই সংগঠন RSS কেন জাতীয় পতাকা তোলেনা," প্রশ্ন রাহুলের

আরও পড়ুন: ববির থেকে বাদ আবাসন-পরিবহণ! দায়িত্ব বাড়ল অরূপের, পার্থর দফতর বণ্টনে চমক

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

করোনা সঙ্গে দেশবাসীর মনে ভীতি তৈরি করছে মাঙ্কিপক্স। করোনার মধ্যেই দেশে বাড়ছে মাঙ্কিপক্স সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বুধবার এই রোগের সংক্রমণ এড়াতে কী করণীয় এবং কী করণীয় নয় তার একটি তালিকা প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে কারও যদি সংক্রামিত ব্যক্তির সঙ্গে দীর্ঘসময় বা বারবার যোগাযোগ হয়ে থাকে তবে তিনি ভাইরাসে আক্রান্ত হতে পারেন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সাবান ও জল দিয়ে হাত ধোয়া, মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখা এবং রোগীর কাছাকাছি থাকাকালীন ডিসপোজেবল গ্লাভস দিয়ে হাত ঢেকে রাখা এবং জীবাণুনাশক ব্যবহার করে চারপাশের পরিবেশকে জীবাণুমুক্ত করার নির্দেশও দিয়েছে মন্ত্রক।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus Update || দেশে বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কর্ণাটক, কেরল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল