আরও পড়ুন- ভারতে ওমিক্রনের নয়া সাব ভ্যারিয়েন্ট! বর্ষায় সর্দি-জ্বর নাকি কোভিড? বুঝবেন কীভাবে
সক্রিয় সংক্রমণ একদিনে বেড়েছে ১,৬৮৭ এবং মোট সংক্রমণের ০.৩২ শতাংশ হল সক্রিয় সংক্রমণ। কোভিড-১৯ থেকে সেরে ওঠার হার ৯৮.৪৮ শতাংশ, জানিয়েছে মন্ত্রক। দৈনিক পজিটিভিটির হার ৪.৮০ শতাংশ। আর সাপ্তাহিক পজিটিভিটির হার ৪.৪০ শতাংশ।
কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে এখন ৪,৩০,৬৩,৬৫১। সারা দেশে কোভিডে মৃত্যুর হার ১.২০ শতাংশ। মন্ত্রকের মতে, দেশে কোভিড-১৯ টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত মোট ১৯৯.৭১ কোটি কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন- ফের মূল্যবৃদ্ধি! ১৮ জুলাই থেকে বাড়ছে কোন কোন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম?
ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ছিল ২০ লাখ, ২৩ অগাস্ট ৩০ লাখ, ৫ সেপ্টেম্বর ৪০ লাখ এবং ১৬ সেপ্টেম্বর সংক্রমণ ৫০ লাখ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লক্ষ ছাড়িয়ে যায় সংক্রমণ। ২০ নভেম্বর ৯০ লক্ষ এবং ১৯ ডিসেম্বর এক কোটি ছাড়িয়ে যায় সংক্রমণ।
২০২১ সালের ৪ মে দুই কোটি, ২৩ জুন তিন কোটি এবং চলতি বছরের ২৫ জানুয়ারি চার কোটি সংক্রমণের মাইলফলক অতিক্রম করেছে দেশটি।