নতুন এই যুদ্ধাস্ত্রের নাম Tianlei 500 বা স্কাই থান্ডার (Sky Thunder)৷ শত্রুপক্ষের ক্ষেত্রে মারণ এই নতুন এই যুদ্ধাস্ত্র৷ এই অস্ত্র ব্যবহার করে নিমেষে বিপক্ষের এয়ারবেস ধ্বংস করে দিতে পারবে তারা৷ JS OW AGM 154A Weapon System-র আদলে তৈরি হয়েছে এই স্কাই থান্ডার৷ এই যুদ্ধাস্ত্রের মুখ আপাতত মার্কিন মুলুকের নেভি বাহিনীর দিকে তাক করা রয়েছে৷
advertisement
দেখুন কেমন দেখতে
এই যুদ্ধাস্ত্র ব্যবহার করতে হলে একেবারে ওপর গিয়ে একের পর এক বোমা ফেলা যাবে এর থেকে৷ এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে নির্দিষ্ট লক্ষ্যে অটোমেটিকভাবেই বোমা নিক্ষেপ করা যাবে৷ লেসার ভিত্তিক ও GPS ভিত্তিক ন্যাভিগেশন পদ্ধতিতে লক্ষ্যভেদ করবে বোমা৷ ৬০ কিলোমিটার অবধি পৌঁছে যাবে এই বোমা৷
এই স্কাই থান্ডার এক নিমেষে ৬০০০ স্কোয়ার মিটার এলাকা সাফ করে দিতে পারে৷ মোট ২৪৯ টি অস্ত্র বহন করতে সক্ষম এটি। সেই যুদ্ধাস্ত্রগুলির আকার হতে পারে এক একটি টেনিস বলের মতো৷ মোট ৫০০ কেজি ওজন বইতে পারে এই মারণাস্ত্রটি৷