গত কয়েক সপ্তাহে লাদাখ ও উত্তর সিকিমে একাধিকবার হাতাহাতি ও বিরোধে জড়িয়েছে ভারত ও চিনের সেনা। গত সপ্তাহেই চিন অভিযোগ তোলে, ভারতীয় সেনা জোর করে চিনের এলাকায় ঢুকে পড়ছে। অভিযোগ ওঠে, এ ভাবে এক তরফা সিকিম ও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বদলে দেওয়ার চেষ্টা করছে তারা। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভারতীয় সেনা তাদের সব কাজকর্ম নিজস্ব এলাকার মধ্যে থেকেই করেছে। সীমান্ত মেনে চলার ক্ষেত্রে ভারত বরাবরই খুব দায়িত্বশীল। একইসঙ্গে ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।
advertisement
সম্প্রতি প্রকাশিত একটি খবরে দেখা যায়, ভারত-চিন লাদাখ সীমান্ত এলাকায় ভারতীয় সেনা ও ইন্দো টিবেটান বর্ডার পুলিশের দল পেট্রোলিং চালানোর সময় তার থেকে সেনাদের আটক করেছিল ৷ এই খবর তৈরি হয় কারণ বেশ দু’সপ্তাহ ধরেই সীমান্ত এলাকায় কার্যকলাপ বাড়িয়েছে চিন ৷ এরই জেরে দু দেশের সেনাদের মধ্যে গণ্ডগোলও হয়েছে ৷ স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ওই জায়গায় ৮০টি তাঁবু এনে ফেলেছে চিনের সেনারা। ভারত ও চিন দু’পক্ষই এই বিষয়ে কথাবার্তা চালালেও কেউই সমাধান দিতে পারছে না। চিন যেভাবে এগিয়ে এসেছে, তাতে আপত্তি জানাচ্ছে ভারত। কিন্তু, চিনের পিছু হটার কোনও লক্ষণ নেই। গত দু’সপ্তাহ ধরে জারি রয়েছে এই উত্তপ্ত পরিস্থিতি।