পাকিস্তান ফেরার তালিকায় রয়েছে পাকিস্তানের দুই শিশুকে, যাঁরা অসুস্থ দিদাকে দেখতে দিল্লিতে মামাবাড়ি এসেছিল। মা ভারতীয় নাগরিক, তাই এই টালমাটাল পরিস্থিতির জেরে মাকে ভারতে রেখেই পাকিস্তানে ফিরতে হচ্ছে তাদের। চোখে জল নিয়ে তাদের আবেদন, মাকে ফিরিয়ে দেওয়া হোক যত দ্রুত সম্ভব। মাকে ছাড়া তাদের পক্ষে একা একা থাকা প্রায় অসম্ভব।
advertisement
আরও পড়ুনঃ ‘দয়া করুন, আমি ভারতীয় হতে চাই…!’, এখানে ৩৫ বছরের ভরা সংসার! পাকিস্তান ফেরার চাপে আকুতি সারদা বাঈয়ের
দাদার জৈনবের বয়স ১১, বোন জানিস ৮ বছরের। কয়েক দিন আগেই অসুস্থ দিদাকে দেখতে দিল্লিতে মামাবাড়িতে আসেছিল দু’জন। মা ভারতের নাগরিক। বর্তমান পরিস্থিতিতে ভারতের কাউকে পাকিস্তানে যেতে নিষেধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকি ভারতের যে সকল নাগরিক ও দেশে রয়েছেন, তাঁদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এই পরিস্থিতিতে মাকে মামাবাড়িতে রেখেই ফিরতে হচ্ছে ভাই-বোনকে।
পাকিস্তানে ফেরার সময় দু’জনেরই চোখে জল। জৈনবের কথায়, “মাকে ছাড়া বাঁচতে পারব না।” আর বোন জানিস কাঁদতে কাঁদতে বলছে, “খুব কষ্ট হচ্ছে। মাকে ছাড়া একা একা কী করে থাকব।” তবে ছোট হলেও দু’জনেই চায় পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছেতাদের শাস্তি হোক।