Kashmir Terror Attack: 'দয়া করুন, আমি ভারতীয় হতে চাই...!', এখানে ৩৫ বছরের ভরা সংসার! পাকিস্তান ফেরার চাপে আকুতি সারদা বাঈয়ের

Last Updated:

Kashmir Terror Attack: পাকিস্তানের বাসিন্দা সারদা বাঈ, ৩৫ বছরেরও বেশি সময় ধরে ভারতের বাসিন্দা। ভারতীয় ব্যক্তিকে বিয়ে করে পাকিস্তান থেকে দেশে আসেন, তারপর থেকে এ দেশেই বাস। কিন্তু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলায় কাটল তাল।

News18
News18
নয়াদিল্লিঃ পাকিস্তানের বাসিন্দা সারদা বাঈ, ৩৫ বছরেরও বেশি সময় ধরে ভারতের বাসিন্দা। ভারতীয় ব্যক্তিকে বিয়ে করে পাকিস্তান থেকে দেশে আসেন, তারপর থেকে এ দেশেই বাস। কিন্তু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলায় কাটল তাল। ভারত, পাকিস্তানের সঙ্গে সমস্তরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় পাকিস্তানের বাসিন্দাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একে একে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে দীর্ঘদিন দেশে ভারতে বসবাসকারী অনেককেই। কোনও দেরি না করে সারদা বাঈকেওপ নিজের দেশে ফিরে যেতে বলেছে পুলিশ।
বহু বছর ধরে ওড়িশার বাসিন্দা সারদা বাঈ। পুলিশের নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে তাঁকে। পুলিশ জানিয়েছে, পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিলের নির্দেশ দেয়। ফলে সারদা বাঈয়ের ভিসাও বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ গরমে জলখাবারে চিঁড়ে খাওয়ার চল রয়েছে? কীভাবে খেলে সবচেয়ে উপকার? কারা খাবেন, কারা নয়? জানাচ্ছেন বিশেষজ্ঞ
সারদা বাঈয়ের বিয়ে হয় ওড়িশার বোলাঙ্গিরের বাসিন্দা মহেশ কুকরেজার সঙ্গে। তাঁদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ভোটার আইডি কার্ডের মতো নথি থাকা সত্ত্বেও সারদা বাঈ এখনও ভারতীয় নাগরিকত্ব পাননি। ফলে স্বামী, সন্তান-সহ গোটা পরিবারের সবাইকে ছেড়েই তাঁকে পাকিস্তান ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত। ভারতীয় নাগরিক হিসেবে ভারতে বসবাসের অনুমতি দিতে সরকারের কাছে করজোড়ে আবেদন জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
সারদা বাঈ বলেন, “প্রথমে আমি কোরাপুটে থাকতাম, তারপর বোলাঙ্গিরে চলে আসি। পাকিস্তানে আমার কোনও আত্মীয় নেই। আমার পাসপোর্টও অনেক পুরনো। আমি সরকারেরকাছে হাতজোড় করে অনুরোধ করছি দয়া করে আমাকে এখানে থাকতে দিন। আমার দুই প্রাপ্তবয়স্ক সন্তান এবং নাতি-নাতনি রয়েছে। আমি একজন ভারতীয় হিসেবে থাকতে চাই।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার একদিন পর, সরকার পাকিস্তানের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা ঘোষণা করে, যার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত, সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Terror Attack: 'দয়া করুন, আমি ভারতীয় হতে চাই...!', এখানে ৩৫ বছরের ভরা সংসার! পাকিস্তান ফেরার চাপে আকুতি সারদা বাঈয়ের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement