TRENDING:

হাসিনার মুখে মোদির ভূয়সী প্রশংসা, ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সাতটি মৌ

Last Updated:

বৈঠক দু’দেশের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর৷ একদিকে সন্ত্রাস দমনের ইস্যু নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই কথা হয়েছে জলবণ্টন, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক বিভিন্ন চুক্তি নিয়েও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতে চারদিনের সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সোমবার তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছনর পর গিয়েছিলেন নিজামউদ্দিনের দরগায়৷ মঙ্গলবার, এই সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন হাসিনা৷ সেখানে দীর্ঘক্ষণ দু’দেশের সম্পর্ক নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় হয় বলে খবর৷ সেই আলোচনাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার কথা উঠে আসে৷ বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সাতটি মৌ-চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷
বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি
বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি
advertisement

বৈঠক দু’দেশের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর৷ একদিকে সন্ত্রাস দমনের ইস্যু নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই কথা হয়েছে জলবণ্টন, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক বিভিন্ন চুক্তি নিয়েও৷ দুই দেশই সীমান্ত বরাবর বিভিন্ন অপরাধ কমানোর বিষয়ে উদ্যেগ নেওয়ার বিষয়েও আলোচনা করেছে বলে খবর পাওয়া গিয়েছে৷ পাশাপাশি, দু’দেশের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থার যাতে যথেষ্ট পরিমাণ উন্নতি হয়, সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে৷

advertisement

আরও পড়ুন: কর্মবিরতি ঘিরে তোলপাড় হাইকোর্ট! মঙ্গলেও আইনজীবীদের শোরগোল চরমে, উত্তপ্ত আদালত চত্বর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেছেন, ‘‘ভারত ও বাংলাদেশের সম্পর্ককে অতিরিক্তি গতিদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব৷ ভারত বাংলাদেশের অন্যতম প্রধান ও সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ৷ ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রতিবেশী দেশের সম্পর্কের এক রোল মডেল হিসাবে পৃথিবীর কাছে প্রতিষ্ঠিত৷’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নতির কথা উল্লেখ করেছেন৷ তিনি বলেছেন, ‘‘বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এতি দ্রুত উন্নয়নের শিখরে পৌঁছে গিয়েছে৷ বাংলাদেশে ভারতের সর্ববৃহৎ বাণিজ্যসঙ্গী৷ ভারত ও বাংলাদেশের মধ্যে যে সাংস্কৃতির মেল বন্ধন আছে, তাও চোখ মেলে দেখার মতো৷’’ মোদিকে শেখ মুজিবের ভাষণের একটি অনুদিত বইও এদিন উপহার হিসাবে তুলে দেন শেখ হাসিনা৷ পাশাপাশি, ভারত সরকার ও ভারতবাসীকে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে শুভেচ্ছাও জানান৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
হাসিনার মুখে মোদির ভূয়সী প্রশংসা, ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সাতটি মৌ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল