TRENDING:

India Alliance Conclave: মুম্বইতে আজ INDIA জোটের বৈঠক! প্রকাশ হতে পারে লোগো, পতাকা

Last Updated:

India Alliance Conclave: গত বৈঠকে মমতা বন্দোপাধ্যায়ের দেওয়া নাম INDIA বাছাই করা হয়। এবার সেই INDIA জোটের লোগো প্রকাশ করতে তৎপর তাঁরা। সূত্রের খবর আজ সন্ধ্যায় লোগো চূড়ান্ত করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: পাটনা, বেঙ্গালুরুর পরে আজ বিজেপি বিরোধী জোটের নেতাদের নজরে মুম্বই৷ যে বৈঠক থেকে অভিন্ন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চলেছে বিজেপি বিরোধী জোটের প্রতিনিধিরা। আর এই অভিন্ন কর্মসূচির শুরুতেই তাঁদের পক্ষ চেষ্টা করা হচ্ছে লোগো প্রকাশ করার। গত বৈঠকে মমতা বন্দোপাধ্যায়ের দেওয়া নাম INDIA বাছাই করা হয়। এবার সেই INDIA জোটের লোগো প্রকাশ করতে তৎপর তাঁরা। সূত্রের খবর আজ সন্ধ্যায় লোগো চূড়ান্ত করা হবে।
advertisement

আরও পড়ুনঃ রাখিতে মুখে ফুটবে হাসি! একেবারে ফ্রিতে চড়তে পারবেন বাসে, বিশেষ ছাড়ের ঘোষণা

গত ২৩ জুন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের আহ্বানে ১৭টি বিরোধী দলের প্রথম বৈঠক হয়। ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে ২৬টি দলের শীর্ষনেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে ‘ইন্ডিয়া’। আজ, বৃহস্পতি ও শুক্রবার মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র সহযোগী দলের নেতারা বৈঠকে বসছেন। সেখানে জোটের আহ্বায়কের নাম ঘোষণা এবং পতাকা প্রকাশ করা হতে পারে বলে সূত্রের খবর। তবে আহ্বায়ক বা কো-অর্ডিনেশন কমিটির শীর্ষ পদ দাবি করবে না কংগ্রেস। এমনটাই কংগ্রেস সূত্রে খবর।

advertisement

এনসিপি প্রধান শরদ পাওয়ার জানিয়েছেন, ‘২৮টি দলের ৬৩ জন নেতা হোটেল গ্র্যান্ড হায়াতে ‘ইন্ডিয়া’র বৈঠকে অংশ নেবেন। এছাড়া আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল যোগ দিতে চায়৷ তবে, তাঁদের জোটে শামিল করা হবে কিনা তা নিয়ে আলোচনা হবে। পটনা ও বেঙ্গালুরুর পরে বিজেপি-বিরোধী জোটের তৃতীয় মহা-বৈঠক মুম্বইয়ে হতে চলেছে। আজ বৃহস্পতিবার ৩১ অগাস্ট এবং আগামীকাল শুক্রবার ১ সেপ্টেম্বর।

advertisement

তার আগে আগামী লোকসভা ভোটে ‘ইন্ডিয়ার’ প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়েও টানাপড়েনের আঁচ মিলেছে। আম আদমি পার্টি (আপ) প্রধান মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর বুধবার দুপুরে জানিয়েছিলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে ‘প্রধানমন্ত্রিত্বের দাবিদার’ হিসাবে তুলে ধরে তাঁরা লোকসভা ভোটে লড়তে চান।’ কয়েক ঘণ্টা পরেই কেজরী ঘনিষ্ঠ আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী আতিশী সেই বক্তব্য খারিজ করে বলেন, ‘‘কেজরীওয়াল প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

অন্য দিকে, মমতা মুম্বই পৌঁছে বিরোধী জোটের ‘সম্ভাব্য মুখ’ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ‘‘প্রধানমন্ত্রীর চেহারা হবে ‘ইন্ডিয়া’র চেহারার মতো।’’ আর উদ্ধব ঠাকরে জানিয়েছেন INDIA জোটে প্রধানমন্ত্রী হবার মতো অনেক অপশন আছে৷  NDA জোটে মুখ সেই একজনই।

বাংলা খবর/ খবর/দেশ/
India Alliance Conclave: মুম্বইতে আজ INDIA জোটের বৈঠক! প্রকাশ হতে পারে লোগো, পতাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল