Raksha Bandhan 2023: রাখিতে মুখে ফুটবে হাসি! একেবারে ফ্রিতে চড়তে পারবেন বাসে, বিশেষ ছাড়ের ঘোষণা

Last Updated:

Raksha Bandhan 2023: ভারতে অন্যতম পালনীয় উৎসব হল রাখি বন্ধন। আবার সেই রাখি বন্ধন উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন রাজ‍্য মহিলাদের জন‍্য বিশেষ ছাড়ের ব‍্যবস্থা করা হল।

একেবারে ফ্রিতে চড়তে পারবেন বাসে
একেবারে ফ্রিতে চড়তে পারবেন বাসে
ভারতে অন্যতম পালনীয় উৎসব হল রাখি বন্ধন। রাখি বন্ধনের দিন সমস্ত দিদি-বোন তাঁর ভাই-দাদাদের কব্জিতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা করেন। ভাইয়েরা তাঁদের বোনকে উপহার দেন, সেই সঙ্গে দেন তাঁদের রক্ষা করার প্রতিশ্রুতি। পুরাণ বিশ্বাস অনুযায়ী মনে করা হয়, শচী দেবী কব্জিতে সুতো বেঁধে দেওয়ার পরই দেবরাজ ইন্দ্র যুদ্ধে জয়ী হন। আর তাঁর এই জয়ের পর থেকেই রাখি বন্ধন উৎসব পালনের প্রথা শুরু হয়।
আবার সেই রাখি বন্ধন উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন রাজ‍্য মহিলাদের জন‍্য বিশেষ ছাড়ের ব‍্যবস্থা করা হল। উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, ‘রাখি বন্ধন উপলক্ষে, উত্তরাখণ্ড পরিবহন নিগম ৩০ অগাস্ট দুপুর ১২টা থেকে ৩১ অগাস্টের মধ্যরাত ১২টা পর্যন্ত মহিলাদের বিনামূল্যে যাতায়াত করাবে।’ সরকারি বিবৃতিতে আরও যোগ করা হয়েছে যে মহিলারা উত্তরাখণ্ড এবং অন্যান্য রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার সময়ও উত্তরাখণ্ড পরিবহন কর্পোরেশনের বাসগুলিতে বিনামূল্যে যাওয়া সুবিধা পাবেন।
advertisement
advertisement
উত্তরাখণ্ডের পাশাপাশি, উত্তরপ্রদেশ সরকারও এই শুভদিন উপলক্ষে রাজ্যের মহিলাদের জন্য বিনামূল্যে বাসে যাতায়াত করার সুবিধা ঘোষণা করেছে। সোশ্যাল মিডিয়া সাইট ‘এক্স’, (পূর্বে ট‍্যুইটার নামে পরিচিত), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লিখেছেন, ‘উত্তরপ্রদেশে ভাই-বোনের ভালবাসার পবিত্র প্রতীক রাখি বন্ধন উপলক্ষ্যে, ২৯ অগাস্ট সকাল ১২টা থেকে রাজ্যের সরকারি সমস্ত বাসে মা, বোন এবং কন্যাদের বিনামূল্যে যাতায়াত করতে পারবে ৩১ আগস্ট রাত ১২:০০ পর্যন্ত।’
advertisement
অন‍্যদিকে, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’ (আগের ট‍্যুইটার নামে পরিচিত) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, ‘৩০শে অগাস্ট ২০২৩ তারিখে রাখি বন্ধন উৎসবে যাত্রীদের সুবিধার্থে দিল্লি মেট্রো করিডোরে প্রায় ১০৬টি অতিরিক্ত ট্রেন চালাবে। প্রয়োজনে ভিড় কমানোর জন্য পরিষেবাগুলিতে অতিরিক্ত স্ট্যান্ডবাই ট্রেনও রাখা হবে।’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Raksha Bandhan 2023: রাখিতে মুখে ফুটবে হাসি! একেবারে ফ্রিতে চড়তে পারবেন বাসে, বিশেষ ছাড়ের ঘোষণা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement