বিজেপির এই প্রবল ঝড়ের পিছনে থাকা দুই কাণ্ডারীর গতিবিধির দিকে সকাল থেকেই নজর ছিল গোটা দেশের ৷ জয়ের পথ মসৃণ হতেই একের পর এক ট্যুইট করে দেশবাসী ও কর্মীদের শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ ৷ অবশেষে সন্ধ্যেয় বৃষ্টিস্নাত দিল্লির রাজপথ দিয়ে বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছলেন দুই সেনাপতি ৷ গোলাপের পাঁপড়ি আর ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে ভরে উঠল গোটা এলাকা ৷
advertisement
জয়ের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিতে যখন এগিয়ে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তখনও উচ্ছ্বাসটা ছিল চোখে পড়ার মতো ৷ প্রথমেই দেশের মানুষকে শুভেচ্ছা ও প্রণাম জানালেন তিনি ৷ স্বাধীনতার পর মোদির নেতৃত্বে এই জয় যে এক ঐতিহাসিক বিজয়, তাও মনে করিয়ে দিলেন তিনি ৷ এদিন অমিত শাহ বলেন, ‘‘এ বিজয় প্রধানমন্ত্রী লোকপ্রিয়তার বিজয় ৷’’
তবে গোটা ভাষণে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে উঠে এল পশ্চিমবঙ্গের নাম ৷ বাংলার নাম উচ্চারণ করতেই গোটা হলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ গতবারের লোকসভায় যেখানে বিজেপির দখলে ছিল মাত্র দু’টি আসন, এবার সেটাই এক লাফে বেড়ে হয়েছে প্রায় ১৮টি ৷ যদিও বাংলার পূর্ণ ফলাফল এখন আসেনি ৷ তবে বাংলার বুকে বিজেপি ভোটের সামগ্রিক রূপরেখাটা স্পষ্ট হয়ে যেতেই প্রবল আত্মবিশ্বাসী শোনাল সভাপতির কন্ঠস্বর ৷ এ দিন অমিত শাহ বলেন, ‘‘প্রচুর হিংসা, অত্যাচার, ছাপ্পার পরেও বাংলা থেকে ১৮টি আসনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ৫টি বিধানসভার মধ্যেও ৪টি আসন দখলে রেখেছি আমরা ৷ এটাই প্রমাণ করে, সামনের দিনে বাংলায় ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দেবে ৷’’