TRENDING:

আবার বছর ১৫ পর! 'হাত'-এর মুঠোয় আসতে পারে মধ্যপ্রদেশ, কেন?

Last Updated:

তবে রাহুল গান্ধি ও তাঁর দলের শীর্ষ নেতৃত্ব এটা ভালোই জানেন, ৫ রাজ্যে বিধানসভায় খারাপ ফল করলে ২০১৯ সালের আগে পার্টি কর্মী ও সমর্থকদের মনোবলে বেজায় আঘাত লাগবে৷ এ ক্ষেত্রে কংগ্রেসের প্লাস পয়েন্ট, মোটামুটি সব রাজ্যেই অভিজ্ঞ ও পুরনো নেতারা রয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় নেই মধ্যপ্রদেশে৷ ফলে আগামী লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা ভোটকে সেমি-ফাইনাল হিসেবে দেখছে হাত-ব্রিগেড৷ অত্যুক্তি নয়৷ যার নির্যাস, ক্ষমতায় ফিরতে সর্ব শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে রাহুলের দল৷ বিশেষ করে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে অ্যান্টি-ইনকামবেন্সি ফ্যাক্টরকে কাজে লাগাতে মরিয়া কংগ্রেস৷
advertisement

গত কয়েক মাসের বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পারে কংগ্রেস৷ যদিও অঙ্ক বলছে, ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ২০০৩ সালে এই রাজ্যটিতে ৩৭টি আসন, ২০০৮ সালে ৭১ ও ২০১৩ সালে ৫৮টি আসন পেয়েছে কংগ্রেস৷ সেখানে বিজেপি ১৭৩, ১৪৩ ও ১৬৫টি আসন পায়৷ ফলে যতই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকুক, কংগ্রেসকে মধ্যপ্রদেশ জয় করতে হলে, খাটাখাটনি করতে হবে বিস্তর৷

advertisement

তবে রাহুল গান্ধি ও তাঁর দলের শীর্ষ নেতৃত্ব এটা ভালোই জানেন, ৫ রাজ্যে বিধানসভায় খারাপ ফল করলে ২০১৯ সালের আগে পার্টি কর্মী ও সমর্থকদের মনোবলে বেজায় আঘাত লাগবে৷ এ ক্ষেত্রে কংগ্রেসের প্লাস পয়েন্ট, মোটামুটি সব রাজ্যেই অভিজ্ঞ ও পুরনো নেতারা রয়েছেন৷ এমনকী বাংলাতেও দলের অবস্থা যতই 'শিবরাত্রীর সলতে' হোক, লোকসভা ভোটের মুখে দলের প্রবীণ নেতা সোমেন মিত্রকেই প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷

advertisement

এছাড়া নির্বাচনে বিজেপি-র টিকিট বণ্টন নিয়ে বহু নেতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে৷ ইতিমধ্যেই অনেকে নির্দল লড়াই ঘোষণা করেছেন, আবার কেউ কেউ যোগ দিচ্ছেন কংগ্রেসে৷ যার উত্‍‌কৃষ্ট উদাহরণ, মধ্যপ্রদেশের তিন বিজেপি নেতা, বাবুলাল গৌর, সরতাজ সিং ও কুসুম মহদেলের মতো মধ্যপ্রদেশে বিজেপি-র প্রবীণ নেতা-নেত্রী৷ ফলে গেরুয়া-অন্তর্দ্বন্দ্বের লাভের গুড় খেতে পারে রাহুল গান্ধি অ্যান্ড কোম্পানি৷ অন্যদিকে টিকিট বণ্টনের ক্ষেত্রে আঞ্চলিক ও সামাজিক প্রশ্নগুলিকে মাথায় রেখেছে কংগ্রেস৷

advertisement

যদিও মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে হাত মেলায়নি কংগ্রেস৷ গতবার মায়াবতীর দলের ভোট শেয়ার ছিল ৬.৫ শতাংশ৷ তা সত্ত্বেও দীর্ঘ ১৩ বছরের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বেশ চাপে৷ অন্তত রাজনৈতিক অঙ্ক ও আবেগ মেশালে৷ প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া তিনি আঁচ করেছেন কি? মোদি-শাহ জুটির কাছেও চ্যালেঞ্জ৷

আরও ভিডিও: রাহুলকে ব্যঙ্গ মোদির

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আবার বছর ১৫ পর! 'হাত'-এর মুঠোয় আসতে পারে মধ্যপ্রদেশ, কেন?