দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল ভিডিওটি ট্যুইট করে লিখেছেন, ‘‘হঠাৎ করেই এই ভিডিওটা দেখতে পেলাম৷ একটা লোক নির্লজ্জ ভাবে দিল্লি মেট্রোর মধ্যেই হস্তমৈথুন করে চলেছে৷ এমন বিশ্রী, কুৎসিত, কদর্য ঘটনা৷ দিল্লি পুলিশ এবং দিল্লি মেট্রোকে এ বিষয়ে কড়া পদক্ষেপ করার জন্য আমি নোটিস পাঠাচ্ছি৷’’
এরপরেই অবশ্য দিল্লি মেট্রোর তরফে যাত্রীদের কাছে সুসভ্য আচরণ করার আবেদন জানানো হয়েছে৷ পাশপাশি, বলা হয়েছে, যদি কোনও যাত্রী অশোভনীয়, অপ্রীতিকর কোনও ঘটনা দেখতে পান, তাহলে দ্রুত তা মেট্রো কর্তৃপক্ষকে জানান৷ স্টেশন, প্ল্যাটফর্ম সব জায়গাতেই দিল্লি মেট্রোর প্রতিনিধিরা থাকেন৷
আরও পড়ুন: ইন্টারনেট জোড়া অনলাইন গেমিংয়ের ফাঁদ! কোন বিপদ ডেকে আনছে আপনার সন্তান?
তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পাশাপাশি, নেটিজেনরা এ-ও প্রশ্ন তুলেছেন যে, সহযাত্রীরা কেন এমন অশোভনীয় আচরণ নিয়ে তখনই কোনও প্রতিবাদ করলেন না! ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক জন যাত্রী, ওই ব্যক্তিরথেকে কয়েক হাত দূরেই বসেছিলেন, কিন্তু, তিনি গোটা ঘটনাটাকেই সম্পূর্ণ অগ্রাহ্য় করে গিয়েছেন৷
কদিন আগেই দিল্লি মেট্রোর মধ্যে ব্রা এবং মিনি স্কার্ট পরে উঠতে দেখা গিয়েছিল এক মহিলাকে৷ সেই ভিডিও-ও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ আরেকটি ক্ষেত্রে দেখা গিয়েছিল এক ব্যক্তি ব্রাশ করতে করতেই মেট্রোর এক কামরা থেকে অন্য কামরায় হেঁটে যাচ্ছেন, যেন সেটা তাঁর ঘরবাড়ি৷