TRENDING:

Mary Kom husband Onkoler: চাইছেন মণিপুরের মানুষ, তাই নির্বাচনের ময়দানে নির্দল হয়ে নামছেন মেরি কমের স্বামী

Last Updated:

Mary Kom husband Onkoler in Politics: অনকোলারের (Mary Kom husband Onkoler) নির্বাচনী প্রতীক একটি মশাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মণিপুর: মেরি কমের (Mary Kom) সমস্ত চড়াই উতরাইয়ে তাঁর ছায়াসঙ্গী হিসেবে থেকেছেন স্বামী কে অনকোলার (K Onkoler)। এবার মণিপুরের সাইকোট বিধানসভা কেন্দ্র (Saikot assembly Constituency) থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে (Manipur Assembly Poll 2022) দাঁড়িয়ে রাজনীতিতে প্রবেশ করলেন মেরি কমের স্বামী কে অনকোলার (Mary Kom husband Onkoler)৷ শিয়ালকোট থেকে সামুলামলান গ্রামের দিকে এগিয়ে যেতে যেতেই পথে পড়বে একটি বিশাল গেট যার গায়ে খোদাই করে লেখা “ঈশ্বর আপনার মঙ্গল করুক”। মেরি কমের বাড়ির দিকে যাওয়ার পথে সর্বত্র অনকোলারের সমর্থনে প্রচুর ব্যানারও (Manipur Assembly Poll 2022) চোখে পড়বে। অনকোলারের (Mary Kom husband Onkoler) নির্বাচনী প্রতীক একটি মশাল।
advertisement

আরও পড়ুন- বিজেপি বিধায়কের বিরুদ্ধে সপা'র ভরসা তরুণ তুর্কি! নজর কাড়ছেন ২৫ বছরের পূজা শুক্লা

“আমাদের উন্নয়ন দরকার। মানুষ আমাদের গ্রামকে ‘মেরি কম’ গ্রাম বলে চেনে। মেরি সাংসদ হওয়ার পর কিছু উন্নয়ন হয়েছে তবে আমাদের আরও উন্নয়ন দরকার। পাহাড় অনেক পিছিয়ে আছে, তাই আমরা অনকোলারকে নির্বাচনে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছি,” জানান স্থানীয় গ্রামবাসী অ্যাসোং লং।

advertisement

“মেরি জিতলে আমরা আনন্দ পাই, আর হারলে দুঃখ পাই। এইবার, আমরা চাই অনকোলার জিতুক। আমরা ওদের দু’জনের (Mary Kom husband Onkoler) জন্যই গর্বিত হতে চাই। আমাদের কোনও উন্নয়ন নেই,” বলেন মেরি কমের প্রতিবেশী ক্রিস্টিনা নিংবয়। কংগ্রেসের টিএন হাকোইপ (TN Hakoip) এই অঞ্চলের বর্তমান বিধায়ক।

সমর্থকদের সঙ্গে একটি ছোট সভায় যোগদান করছিলেন অনকোলার। সেই সময়ই CNN-News18-কে নিজের অবস্থান জানান তিনি (Mary Kom husband Onkoler)।

advertisement

আরও পড়ুন- বুলডোজার সারাই হচ্ছে, ১০ মার্চের পর কাজে লাগবে: নির্বাচনের মুখে মন্তব্য যোগীর

আপনি স্বামী হিসেবে ভীষণ সাপোর্টিভ, তাহলে হঠাৎ রাজনীতি কেন?

আমি মনে করি রাজনীতিতে সংস্কার প্রয়োজন এবং আমি সব দিক থেকে মানুষের জন্য কাজ করতে চাই। বরং বলা যায় আমি নই মানুষই আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুরোধ করেছে।

advertisement

কেন কোনও জাতীয় দলের টিকিটে নয়? কেন নির্দল হিসেবে নির্বাচনে লড়বেন?

আমি টিকিটের জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে দেওয়া হয়নি, তাই একলা চলো রে। আমি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং মানুষ চান আমি তাঁদের সেবা করি। আমি তাঁদের প্রতিনিধি হতে চাই।

এ বিষয়ে মেরি কমের অবস্থান কী?

মেরি নিজে সাংসদ হওয়ায় আমাকে সরাসরি সমর্থন করতে পারেন না কিন্তু তিনি আমাকে নৈতিকভাবে সমর্থন করছেন। শারীরিকভাবে মেরি নেই ঠিকই, তবে নৈতিকভাবে আমার সঙ্গেই রয়েছেন। প্রতিদিন আমার সৌভাগ্য কামনার পাশাপাশি আমাকে নিরন্তর উৎসাহ জুগিয়ে যাচ্ছেন মেরি।

advertisement

আপনার বিরুদ্ধে কংগ্রেসের একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন। আপনি কীভাবে লড়াই করবেন?

প্রত্যেক ব্যক্তিই স্ব স্ব ক্ষেত্রে ভালো কিন্তু প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গি এবং কাজের ধরন ভিন্ন। আমি যদি সুযোগ পাই, তবে আমি মন প্রাণ দিয়ে জনগণের প্রতি ন্যায়বিচার করার চেষ্টা করব।

চূড়াচন্দ্রপুরে জনবিদ্রোহের একটি আভাস মেলে, আপনি কি মনে করেন AFSPA তুলে নেওয়া উচিত?

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এর উত্তর দেওয়ার জন্য আমি সঠিক ব্যক্তি নই। আমি আমার মানুষদের দিকে মনোনিবেশ করতে চাই। ৬০ হাজারেরও বেশি ভোটার রয়েছে সাইকোট এলাকা। আমাকে তাঁদের প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে এবং এটাই আমার মূলমন্ত্র।

বাংলা খবর/ খবর/দেশ/
Mary Kom husband Onkoler: চাইছেন মণিপুরের মানুষ, তাই নির্বাচনের ময়দানে নির্দল হয়ে নামছেন মেরি কমের স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল