UP Assembly Poll 2022: বিজেপির বিধায়কের বিরুদ্ধে সপা'র মুখ ২৫ বছরের তরুণ ছাত্রনেতা পূজা শুক্লা!

Last Updated:

Pooja Shukla against BJP MLA Neeraj Bora: পূজা শুক্লা ২০১৭ সালে লখনউ বিশ্ববিদ্যালয়ের কাছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কালো পতাকা দেখিয়ে জেলে যান। তারপরেই রাজ্য রাজনীতির লাইমলাইটে আসেন তিনি।

#উত্তরপ্রদেশ: বিজেপির পোড় খাওয়া নেতার বিরুদ্ধে ছাত্রনেতাকে নির্বাচনের মাঠে নামিয়ে বাজি লড়তে প্রস্তুত সমাজবাদী পার্টি (Samajwadi Party)। লখনউ উত্তর বিধানসভা আসনে (Lucknow North assembly seat) প্রতিদ্বন্দ্বিতা করতে ২৫ বছর বয়সী ছাত্রনেতা পূজা শুক্লাকে (Puja Shukla) ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নীরজ বোরার (Bharatiya Janata Party’s Neeraj Bora) বিরুদ্ধে দাঁড় করিয়েছে সমাজবাদী পার্টি (SP)। এই আসনের বর্তমান বিধায়ক নীরজ বোরা। পূজা শুক্লা ২০১৭ সালে লখনউ বিশ্ববিদ্যালয়ের কাছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কালো পতাকা দেখিয়ে জেলে যান। তারপরেই রাজ্য রাজনীতির লাইমলাইটে আসেন তিনি। নিজের প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই ব্যাপকভাবে সমাজবাদী পার্টির হয়ে প্রচার চালাচ্ছিলেন পূজা। এসপির ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত পূজা সমাজবাদী ছাত্র সভার জাতীয় সহসভাপতিও ছিলেন। লখনউ উত্তর আসনে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Poll 2022) চতুর্থ দফায় আগামী ২৩ ফেব্রুয়ারি ভোট হবে।
নিউজ ১৮-কে পূজা বলেন, “আর কতদিন ধনী লোকেরা দারিদ্রের কথা বলে আমাদের ভোট নেবে? এবার এক দরিদ্র পরিবারের মেয়ে জনগণের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আমাদের দলের প্রধান অখিলেশ জির প্রতি কৃতজ্ঞ। বর্তমান বিজেপি বিধায়ক যাই বলুন না কেন কেউ এই কেন্দ্রে ঘুরে দেখলেই বুঝতে পারবেন পরিস্থিতি কতটা খারাপ। পুরনো পেনশন স্কিম, ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং অন্যান্য প্রতিশ্রুতির মতো এসপির বিষয়গুলি জনগণ ভালোভাবেই গ্রহণ করেছে। পাশাপাশি লখনউ উত্তরের স্থানীয় সমস্যাগুলিরও সমাধান করা হবে। লখনউ উত্তরের মানুষ শুধু আমাকে সমর্থনই করছেন না, তাঁরাই আমাকে সবার জন্য লড়াই করার শক্তি দিয়েছেন।”মাত্র ২৫ বছর বয়সে নির্বাচনে নেমেছেন পূজা, সম্ভবত ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Poll 2022) সবচেয়ে কম বয়সী প্রার্থীদের একজন তিনি। এই আসন থেকে পূজাকে প্রার্থী করে ব্রাহ্মণ ভোটারদের কাছে পৌঁছনোও দলের লক্ষ্য।
advertisement
advertisement
সপা’র অভিষেক মিশ্র ২০১২ সালে এই আসনের বিধায়ক হন৷ বিজেপি ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি ছিনিয়ে নেয়। গুরুত্বপূর্ণ এই আসনটি ফিরে পাওয়ার চেষ্টাই করছে সপা৷ বিগত বছরের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৭৭৭, যা এবার কিছুটা বাড়বে বলেই ধারণা।
advertisement
গতবার এসপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী অভিষেক মিশ্রকে ২৭,০০০-এর বেশি ভোটে পরাজিত করেছিলেন বিজেপির নীরজ বোরা। বিজেপি প্রার্থী এবং প্রাক্তন পুলিশ অফিসার রাজেশ্বর সিংয়ের বিরুদ্ধে নির্বাচনে (UP Assembly Poll 2022) লড়াই করার জন্য এবার অভিষেক মিশ্রকে সরোজিনী নগর বিধানসভা আসনের জন্য মনোনীত করেছে সমাজবাদী পার্টি। কংগ্রেস উত্তর লখনউ আসনে অজয় ​​কুমার শ্রীবাস্তবকে প্রার্থী করেছে, মুসলিম ভোট দখল করে সমাজবাদী পার্টির সম্ভাবনাকে খর্ব করার আশায় বিএসপি টিকিট দিয়েছে মহম্মদ সরওয়ার মালিককে।
advertisement
নীরজ বোরা বলেন, “আমার প্রতি আস্থা দেখানোর জন্য আমি দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। লখনউ উত্তর কেন্দ্রে আমাদের সরকার প্রচুর উন্নয়ন করেছে। রাস্তা তৈরি হয়েছে, ১০০ শয্যার হাসপাতাল হচ্ছে, এর পাশাপাশি গড়ে উঠেছে স্বাস্থ্যকেন্দ্র। শিক্ষা খাতেও কাজ হয়েছে। তিনটি পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছে, ৩৫ কোটি টাকা দিয়ে মাণ্ডির সংস্কার করা হয়েছে, গুলালা ঘাট এবং কুদিয়া ঘাটকে ঢেলে সাজানো হয়েছে, গোল দরওয়াজাকেও সাজানো হয়েছে সুন্দর করে, ফ্লাইওভার তৈরি হয়েছে। আমার নির্বাচনী এলাকার মানুষের অশেষ ভালোবাসা ও সমর্থন পাচ্ছি। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করে যাবো। আমি নিশ্চিত তারা আমাকে আবারও (UP Assembly Poll 2022) বেছে নেবেন।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
UP Assembly Poll 2022: বিজেপির বিধায়কের বিরুদ্ধে সপা'র মুখ ২৫ বছরের তরুণ ছাত্রনেতা পূজা শুক্লা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement