পুলিশ সূত্রের খবর, ২০২৪ সালে কর্নাটকের হাঙ্গাল গণধর্ষণ মামলায় জামিন পাওয়ার পর রীতিমত একাধিক গাড়ি,বাইক নিয়ে মিছিল করে অভিযুক্তদের আদালত থেকে ফিরতে দেখা যায়। আর এই ঘটনা সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় ছিছিক্কার পড়ে গিয়েছে। নেটিজেনদের মধ্যে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে নিন্দার ঝড়।
আরও পড়ুন: উড়তে পারবে না কোনও বিমান, আন্দামানের আকাশসীমায় দুদিনের জন্য জারি নিষেধাজ্ঞা! কেন জানেন?
advertisement
জানা গিয়েছে, নির্যাতিতা গণধর্ষণে অভিযুক্ত সাতজনকে শনাক্ত করতে না পারার দরুন হাভেরির দায়রা আদালত থেকে জামিন পেয়ে যায় প্রত্যেকেই। এরপরেই অভিযুক্ত আপতাব চান্দানকাট্টি, মাদার সাব মানডাকি, সামিউল্লাহ লালানাভার, মহম্মদ সাদিক, শোয়েব মুল্লা, তৌশিপ চোটি এবং রিয়াজ সাভিকেরিরা মিছিল বের করে।
আরও পড়ুন: পাকিস্তানের আক্রমণে তছনছ পুঞ্চ-রাজৌরি, সাধারণ মানুষের মৃত্যু-বহু ক্ষয়ক্ষতি! সাক্ষী তৃণমূল
এই ঘটনা পুলিশের সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিশও। পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, এই ঘটনা সামনে আসার পরেই আদালতকে গোটা বিষয়টি জানানো হবে। কারণ, জামিনের নিয়ম এই ধরনের মিছিল লঙ্ঘন করছে। ফলে অভিযুক্তদের ফের গ্রেফতারির আর্জি জানাতে পারে পুলিশ।
প্রসঙ্গত, গত বছর ২৪ জানুয়ারি এক মহিলা ওই সাত অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনেন। এরপরেই ওই সাতজনকে গ্রেফতার করে পুলিশ।
এই প্রসঙ্গে হাভেরির পুলিশ সুপারিন্টেনডেন্ট জানান, “ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করা হয়েছে। আমরা পরবর্তী পদক্ষেপ শীঘ্রই করব।”