TRENDING:

বিমান দুর্ভোগে আটকে থাকা যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের! কোন সময়ে কোথা থেকে ছুটবে ট্রেন? দেখে নিন

Last Updated:

দিল্লি ও মুম্বাই থেকে হাওড়া, শিয়ালদহের জন্য বিশেষ ট্রেন পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে, রেলওয়ে হাওড়া ও নয়াদিল্লি এবং শিয়ালদহ ও লোকমান্যতিলকের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৩০০৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ৬.১২.২০২৫ তারিখে রাত ৯:০০ টায় হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিনে ভোর ৪:৩০ টায় নয়াদিল্লি পৌঁছাবে এবং ০৩০১০ নতুন দিল্লি-হাওড়া স্পেশাল ৮.১২.২০১৫ তারিখে সকাল ৭:৩০ টায় নয়াদিল্লি ছেড়ে পরের দিন দুপুর ১:৩০ টায় হাওড়া পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ে অধিক্ষেত্রের উপর দিয়ে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড থাকার ব্যবস্থা থাকবে।
ফাইল ছবি৷
ফাইল ছবি৷
advertisement

লক্ষণ দেখেও ফেলে রাখার ফল! ফুসফুসের ক্যানসার কখন ধরা পড়লে সারে? জানাচ্ছেন চিকিৎসক

বেড়েই চলেছে দাম! আজ ৫ লক্ষ টাকার সোনা কিনলে ২০৩০ সালে তার দাম কত হবে? বিনিয়োগের আগে জেনে নিন

০৩১২৭ শিয়ালদহ-লোকমান্যতিলক স্পেশাল ট্রেনটি ০৬.১২.২০২৫ তারিখে রাত ৯:১০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে তৃতীয় দিনে দুপুর ৩:৩০ মিনিটে লোকমান্যতিলক পৌঁছাবে এবং ০৩১২৮ লোকমান্যতিলক-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি ০৯.১২.২০২৫ তারিখে সকাল ৬:৩০ মিনিটে লোকমান্যতিলক থেকে ছেড়ে পরের দিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ে এখতিয়ারের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড থাকার ব্যবস্থা থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শারীরিক বাধাকে তুড়িতে উড়িয়েছেন! ১৫০ টাকায় শুরু ব্যবসাই বদলে দিয়েছে বাসুদেবের জীবন...
আরও দেখুন

০৪৪৬০ নতুন দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ০৬.১২.২০২৫ তারিখে ১৮:১৫ টায় নয়াদিল্লি থেকে ছেড়ে পরের দিন ২৩:৩০ টায় হাওড়া পৌঁছাবে এবং ০৪৪৫৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ০৮.১২.২০২৫ তারিখে ০১:৩০ টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন ০৮:২০ টায় নয়াদিল্লি পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। দেশ জুড়ে ভোগান্তিতে ইন্ডিগো-র যাত্রীরা। গত কয়েকদিনে বাতিল প্রায় হাজারের উপর ইন্ডিগো ফ্লাইট। যাত্রীপরিষেবার ক্ষেত্রে দেশের বৃহত্তম ডোমেস্টিক এয়ারলাইন্সের পরিষেবা ব্যাহত হতেই চরম দুর্ভোগে যাত্রীরা। এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে একাধিক বিমান সংস্থাগুলি। ফলে যাত্রীদের নাভিশ্বাস। আকাশছোঁয়া উড়ানের ভাড়ার সঙ্কটের মাঝেই গন্তব্যে পৌঁছতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। বিভিন্ন জ়োনে ৩৭টি ট্রেনে ১১৬টি অতিরিক্ত কোচের ব্যবস্থা করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিমান দুর্ভোগে আটকে থাকা যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের! কোন সময়ে কোথা থেকে ছুটবে ট্রেন? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল