লক্ষণ দেখেও ফেলে রাখার ফল! ফুসফুসের ক্যানসার কখন ধরা পড়লে সারে? জানাচ্ছেন চিকিৎসক
বেড়েই চলেছে দাম! আজ ৫ লক্ষ টাকার সোনা কিনলে ২০৩০ সালে তার দাম কত হবে? বিনিয়োগের আগে জেনে নিন
০৩১২৭ শিয়ালদহ-লোকমান্যতিলক স্পেশাল ট্রেনটি ০৬.১২.২০২৫ তারিখে রাত ৯:১০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে তৃতীয় দিনে দুপুর ৩:৩০ মিনিটে লোকমান্যতিলক পৌঁছাবে এবং ০৩১২৮ লোকমান্যতিলক-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি ০৯.১২.২০২৫ তারিখে সকাল ৬:৩০ মিনিটে লোকমান্যতিলক থেকে ছেড়ে পরের দিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ে এখতিয়ারের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড থাকার ব্যবস্থা থাকবে।
advertisement
০৪৪৬০ নতুন দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ০৬.১২.২০২৫ তারিখে ১৮:১৫ টায় নয়াদিল্লি থেকে ছেড়ে পরের দিন ২৩:৩০ টায় হাওড়া পৌঁছাবে এবং ০৪৪৫৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ০৮.১২.২০২৫ তারিখে ০১:৩০ টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন ০৮:২০ টায় নয়াদিল্লি পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। দেশ জুড়ে ভোগান্তিতে ইন্ডিগো-র যাত্রীরা। গত কয়েকদিনে বাতিল প্রায় হাজারের উপর ইন্ডিগো ফ্লাইট। যাত্রীপরিষেবার ক্ষেত্রে দেশের বৃহত্তম ডোমেস্টিক এয়ারলাইন্সের পরিষেবা ব্যাহত হতেই চরম দুর্ভোগে যাত্রীরা। এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে একাধিক বিমান সংস্থাগুলি। ফলে যাত্রীদের নাভিশ্বাস। আকাশছোঁয়া উড়ানের ভাড়ার সঙ্কটের মাঝেই গন্তব্যে পৌঁছতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। বিভিন্ন জ়োনে ৩৭টি ট্রেনে ১১৬টি অতিরিক্ত কোচের ব্যবস্থা করা হয়েছে।
