আরও পড়ুন- শৃঙ্গ ছুঁতে আর সামান্যই বাকি, কাঞ্চনজঙ্ঘার কোলে প্রাণ হারালেন ৫২ বছরের অভিযাত্রী
অভিযুক্ত বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ধর্ষণ ও হামলার ঘটনায় মেয়েটির বাবা ছাড়াও অন্য কোনও আসামি রয়েছেন কী না তা জানতে তদন্তও শুরু করেছে পুলিশ। রোসেরা মহকুমার ডিএসপি সহিয়ার আখতারের মতে, মেয়েটির অভিযোগের ভিত্তিতেই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে। ভিডিওটি সম্পর্কে জানার পরেই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। “ভাইরাল হওয়া ওই ভিডিওতে অভিযোগকারিণী মেয়েটি উপর চড়াও হয়ে হামলা করতে দেখা গিয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। পুলিশ ভিডিওটি দেখার পর অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে এবং তাঁর বিবৃতির ভিত্তিতেই অন্যান্য অভিযুক্তদেরও খুঁজে বের করা হচ্ছে। অভিযানও চালানো হচ্ছে,” জানিয়েছেন ডিএসপি সাহিয়ার আখতার।
advertisement
আরও পড়ুন- মার্ভেল সুপারহিরো সিরিজে এবার ফারহান আখতার-ফাওয়াদ খান! কোন সিরিজে আত্মপ্রকাশ?
পুলিশ আরও জানিয়েছে, সবটা জেনেও ওই কিশোরীর মা এই ধর্ষণ ও হামলার বিষয়ে কোনও আপত্তি করেননি। এখানেই শেষ নয়, নির্যাতিতার মামা সবটা জেনে মেয়েটিকে চুপ থাকার জন্য চাপও দিতেন বলে অভিযোগ।