আর এবার ভুবনেশ্বর শহরকে প্লাস্টিকমুক্ত করতে নেওয়া হল এক অভিনব উদ্যোগ ৷ ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এর তরফে নেওয়া এই উদ্যোগে প্লাস্টিকের পরিবর্তে দেওয়া হচ্ছে খাবার ৷
রাজ্য সরকারের ‘আহার’ স্কিমের আওতায় BMC-র ‘মিল ফর প্লাস্টিক’ উদ্যোগে পাশে রয়েছে ইউনাইটেড নেশনস ডেভলেপমেন্ট প্রোগ্রাম (UNDP) ৷ তাদের উদ্যোগে শহরে খোলা হয়েছে ১১টি আহার সেন্টার ৷ সেখানে ৫০০ গ্রাম বা আধ কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য এনে জমা দিলে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে ৷
advertisement
BMC কমিশনার প্রেমচাঁদ চৌধুরি এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এটা শুধু প্লাস্টিক সংগ্রহ করার উদ্যোগই নয়, পাশাপাশি ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দেওয়া হচ্ছে পেট ভর্তি খাবারও ৷ রোজই তাই প্লাস্টিক বর্জ্য নিয়ে এসে আঙার সেন্টারগুলিতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2019 1:42 PM IST