TRENDING:

Asaram Bapu: ফের শিরোনামে আসারাম বাপুর সেই আশ্রম, এবার যা পেল পুলিশ, তীব্র চাঞ্চল্য!

Last Updated:

Asaram Bapu: ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চোদ্দো বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হল উত্তরপ্রদেশের আসারাম বাপুর আশ্রমের ভেতর থেকে। জানা গিয়েছে, ওই আশ্রমের গাড়ি পার্ক করার জায়গা থেকে উদ্ধার হয়েছে ওই কিশোরীর দেহ। প্রসঙ্গত, স্বঘোষিত আধ্যাত্মিক গুরু আসারাম বাপু ধর্ষণ কাণ্ডে এখনও জেল খাটছেন। একসময় ওই আশ্রমকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল দেশজুড়ে। সেই আশ্রমেই নিখোঁজ কিশোরীর দেহ কী করে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, এবং তারপর খুন করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
ফের বিতর্কে আসারাম
ফের বিতর্কে আসারাম
advertisement

ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আশ্রম থেকে এক ব্যক্তিকেও হেফাজতে নিয়েছে পুলিশ। উল্লেখ্য, ২০১৮ সালে যোধপুরের বিশেষ আদালত আসারাম বাপুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয় আদালত। ২০১৩ সালে যোধপুরের আশ্রমে এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এই স্বঘোষিত গুরুর বিরুদ্ধে।

advertisement

আরও পড়ুন: ক্রেতা সেজে ঢুকল অফিসাররা, মালদহের এক বাড়ি থেকে যা বেরোল, অবিশ্বাস্য!

আশ্রমের এক কর্মী পুলিশকে জানিয়েছেন, গাড়ির ভিতর থেকে পচা গন্ধ পাচ্ছিলেন তিনি। আর সেই গন্ধের উৎস খুঁজতে গিয়েই কিশোরীর মৃতদেহ চোখে পড়ে তাঁর। এরপরই তিনি পুলিশে খবর দেন। এই ঘটনায় জড়িত সন্দেহে আশ্রমেরই এক কর্মীকে আটক করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: মাঝরাতে হঠাৎ বিকট আওয়াজ, মা উড়ালপুলে ঘটে গেল মারাত্মক ঘটনা!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, শুধু আসারাম বাপু নন, ধর্ষণে অভিযুক্ত হন তাঁর পুত্র নারায়ণ সাঁইও। গুজরাতের সুরাতের ওই ধর্ষণের ঘটনায় তাঁকেও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আসারাম বাপুর শিষ্যা থাকা সুরাতের এক মহিলাকে ২০১৩ সালে ধর্ষণের অভিযোগ ওঠে নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে। ওই মহিলা এবং তাঁর বোন দুজনে মিলে পুলিশের কাছে ২০১৩ সালেই অভিযোগ দায়ের করেছিলেন। নারায়ণ সাঁইয়ের তাঁকে নিয়মিত যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ করেন। হরিয়ানার পিপলি থেকে গ্রেফতার করা হয় নারায়ণ সাঁইকে। এবার সেই উত্তরপ্রদেশের আসারাম বাপুর আশ্রম থেকে কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Asaram Bapu: ফের শিরোনামে আসারাম বাপুর সেই আশ্রম, এবার যা পেল পুলিশ, তীব্র চাঞ্চল্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল