TRENDING:

Weather Alert: আগামী পাঁচ দিন ভয়ঙ্কর! পুড়বে গোটা দেশ, বড় সতর্কবার্তা আবহাওয়া দফতরের

Last Updated:

এ মাসের শুরুতেই আবহ দফতর জানিয়ে দিয়েছিল, উত্তর পশ্চিম এবং উপদ্বীপ সংলগ্ন অঞ্চল বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্রই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: দেশের অধিকাংশ অঞ্চলেই আগামী পাঁচ দিনে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা৷ ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে বলে সতর্ক করে দিল আবহাওয়া দফতর৷ এ দিনই ভারতীয় আবহবিজ্ঞান দফতরের পক্ষ থেকে এই সতর্কবার্তা জারি করা হয়েছে৷
প্রতীকী ছবি। ছবি- পিটিআই
প্রতীকী ছবি। ছবি- পিটিআই
advertisement

একই সঙ্গে অবশ্য পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ দিনে মধ্যপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র এবং ছত্তীসগড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং জোরালো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

আরও পড়ুন: ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা! পাল্টে যাচ্ছে বাংলার আবহাওয়ার ধরন, কয়েক দিনেই শুরু নয়া আশঙ্কা!

এ মাসের শুরুতেই আবহ দফতর জানিয়ে দিয়েছিল, উত্তর পশ্চিম এবং উপদ্বীপ সংলগ্ন অঞ্চল বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্রই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে৷

advertisement

আরও পড়ুন: উত্তরবঙ্গ যাবেন? শিয়ালদহ থেকে ট্রেন বাতিলের পর জানুন নয়া সময় ও পথ, এড়ান দুর্ভোগ

ভারতীয় আবহবিজ্ঞান দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, গুজরাত, পঞ্জাব এবং হরিয়ানার মতো রাজ্যে তাপপ্রবাহের মাত্রা উল্লেখযোগ্য ভাবে বাড়বে৷ জলবায়ুর পরিবর্তনের ফলে গোটা বিশ্বের তাপমাত্রা বাড়ছে৷ যার ফলে তাপপ্রবাহের মতো পরিস্থিতিও বৃদ্ধি পাচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

এ বছরের ফেব্রুয়ারি মাস ১৯০১ সাল থেকে উষ্ণতম ছিল৷ যদিও মার্চ মাসে সাতটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে হওয়া বৃষ্টিপাতের ফলে মার্চ মাসে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল৷ যদিও বেশ কয়েকদিন ধরে একটানা এই ঝড়বৃষ্টির ফলে উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Weather Alert: আগামী পাঁচ দিন ভয়ঙ্কর! পুড়বে গোটা দেশ, বড় সতর্কবার্তা আবহাওয়া দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল