রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ গতকালই চিকিৎসকেরা জানিয়েছেন রাম রহিম একজম সেক্স অ্যাডিক্ট ৷ এর আগে তার ডেরায় এমন সমস্ত জিনিস পাওয়া গিয়েছে যা থেকে ডেরায় যথেচ্ছ যৌনাচারের প্রমাণ মিলেছে ৷ এবার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ডেরার মধ্যে যে হাসপাতাল ছিল সেখানে অবাধে গর্ভপাতের হদিশ মিলেছে ৷
advertisement
জানা গিয়েছে একাধির সাধ্বী তার যৌন লালসার শিকার হয়েছে ৷ ডেরা থেকে মিলেছে প্রচুর গর্ভনিরোধক ও কন্ডোম। শাহ সতনম জি সুপার স্পেশালিটি হাসপাতালের রেকর্ড বুকে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়েছে। গর্ভপাতের কিছু নিয়ম রয়েছে ৷ কিন্তু তা ডেরায় মানা হত না ৷ অন্তত ছ’টি ক্ষেত্রে অবৈধ ভাবেই গর্ভপাত করার প্রমাণ মিলেছে ৷
advertisement
Location :
First Published :
September 12, 2017 1:50 PM IST