TRENDING:

Mysterious Death: ‘বাবা, ভাইকে দেখো...’ মাকে মেসেজে লিখে সব শেষ! জন্মদিনের আগের রাতে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় আইআইটি হস্টেলে

Last Updated:

Mysterious Death:খবর পেয়ে তড়িঘড়ি তেলেঙ্গানা থেকে প্রয়াগরাজ পৌঁছয় রাহুলের পরিবার৷ রাহুলের মা স্বর্ণলতা জানান, শনিবার রাতে শেষ বার ছেলের সঙ্গে যোগাযোগ হয়৷ এরপর মাকে মোবাইলে মেসেজ পাঠান রাহুল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রয়াগরাজ: জন্মদিনের আগের রাতে আইআইটি ছাত্রের রহস্যমৃত্যু৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিক তদন্তের পর ধারণা, আইআইটি, ইলাহাবাদের ওই বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়া, রাহুল মাদালা চৈতন্য শনিবার রাতে প্রয়াগরাজের ঝালওয়া এলাকায় তাঁর হস্টেল ক্যাম্পাসে আত্মঘাতী হন৷ রবিবারই তাঁর ২১ তম জন্মদিন উদযাপন করার কথা ছিল৷ পুলিশ জানিয়েছে সম্প্রতি একটি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মনমরা ছিলেন আদতে তেলেঙ্গনার বাসিন্দা রাহুল৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই ঘটনার তদন্ত করার জন্য কমিটি তৈরি করা হয়েছে৷ তারা ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাত ১১.৫৫ নাগাদ আইআইটি ক্যাম্পাসে তাঁর হস্টেলের ছ’ তলা (fifth floor) থেকে মরণঝাঁপ দেন ওই তরুণ৷ খবর পেয়ে দ্রুত পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷

খবর পেয়ে তড়িঘড়ি তেলেঙ্গানা থেকে প্রয়াগরাজ পৌঁছয় রাহুলের পরিবার৷ রাহুলের মা স্বর্ণলতা জানান, শনিবার রাতে শেষ বার ছেলের সঙ্গে যোগাযোগ হয়৷ এরপর মাকে মোবাইলে মেসেজ পাঠান রাহুল৷ সেখানে মাকে বলেছিলেন বাবা এবং ছোট ভাইয়ের খেয়াল রাখতে৷ স্বর্ণলতার কথায়, ‘‘আমি মেসেজটি দেখে ভয় পেয়ে রাহুলকে ফোন করলাম৷ কিন্তু ওর ফোন বন্ধ ছিল। তারপর আমি ওর বন্ধুকে ফোন করলাম৷ আমার কথায় সে রাহুলের খোঁজ নিতে গিয়েছিল। ওই বন্ধু তার পাশ দিয়ে যাওয়া আর এক ছাত্রকে জিজ্ঞাসা করে রাহুল কোথায়। তার পর সে আচমকা ফোন কেটে দেয়। ১০ মিনিট পর সে ফোন করে বলল, আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’’

advertisement

স্বর্ণলতা বলেন, রবিবার বিকেলে ক্যাম্পাসে পৌঁছানোর পর তিনি রাহুলের আত্মহত্যার কথা জানতে পারেন। তিনি বলেন, ইনস্টিটিউট তাঁকে জানিয়েছে যে সে গত ছ’ মাস ধরে ক্লাস করা বন্ধ রেখেছিল। “কিন্তু কর্তৃপক্ষ আমাদের এর আগে কখনও এই বিষয়ে কিছু জানায়নি,” তিনি বলেন।

আরও পড়ুন : বাবা মাকে জানান মানসিক চাপের কথা, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (NEET)-এর প্রস্তুতি নেওয়ার সময় ‘আত্মঘাতী’ তরুণী

advertisement

মেধাবী রাহুল একজন গত বছর জেইই মেইন পরীক্ষায় অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগে সর্বভারতীয় মেধাতালিকায় ৫২ নম্বর স্থান অর্জন করেছিলেন। স্বর্ণলতা আরও বলেন যে যেহেতু তাঁর ছেলে কথা বলতে পারতেন না, তাই সে প্রায়ই তাঁকে ভিডিও কল করতেন। তিনি আরও জানান, তাঁর ছেলে কেবল পড়াশোনা করতেন, টেলিভিশন দেখতেন এবং ফোনে কথা বলতেন। ‘‘রাহুল ঘোরাঘুরি পছন্দ করত না। আমরা দু’জনেই যোগাযোগ করতে সাহায্য করার জন্য স্পিচ থেরাপি নিতাম। তবে ভাল খাওয়ার গল্প, ক্লাসের গল্প সে ভাগ করে নিত। আড্ডাও দিত,” তিনি বলেন। ছেলের কথায় তাঁকে শনিবার রাতে ৫০০ টাকাও পাঠান স্বর্ণলতা৷

advertisement

রাহুলের রহস্যমৃত্যু ঘিরে প্রতিবাদে সোচ্চার হয়েছেন পড়ুয়ারা৷ আইআইটি, ইলাহাবাদের তরফে জানানো হয়েছে এই ঘটনার তদন্ত করা হচ্ছে৷ ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mysterious Death: ‘বাবা, ভাইকে দেখো...’ মাকে মেসেজে লিখে সব শেষ! জন্মদিনের আগের রাতে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় আইআইটি হস্টেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল