NEET 2025: বাবা মাকে জানান মানসিক চাপের কথা, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (NEET)-এর প্রস্তুতি নেওয়ার সময় ‘আত্মঘাতী’ তরুণী

Last Updated:

NEET 2025:চেন্নাই থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের শহর কিলাম্বাক্কামে একটি বেকারির মালিক ওই তরুণীর বাবা সেলভারাজ। তাঁদের আগের বেকারিটি আর্থিক সঙ্কটের মুখে পড়ার পর চেন্নাই থেকে কিলাম্বাক্কামে সপরিবারে চলে যেতে বাধ্য হন তাঁরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
চেন্নাই : ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) এর জন্য প্রস্তুতিরত ২১ বছর বয়সি এক ছাত্রী তামিলনাড়ুতে চেন্নাইয়ের কাছে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় খারাপ ফলাফলের ভয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তের পর ধারণা পুলিশের। ৪ মে নির্ধারিত NEET পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই তরুণী। তিনি তাঁর শেষ চারটি প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার কারণে মানসিক চাপে ছিলেন। চেন্নাই থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের শহর কিলাম্বাক্কামে একটি বেকারির মালিক ওই তরুণীর বাবা সেলভারাজ। তাঁদের আগের বেকারিটি আর্থিক সঙ্কটের মুখে পড়ার পর চেন্নাই থেকে কিলাম্বাক্কামে সপরিবারে চলে যেতে বাধ্য হন তাঁরা।
এক তদন্তকারী জানিয়েছেন, ওই ছাত্রী তার বাবা-মাকে মানসিক চাপের কথা জানিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে। শুক্রবার তিনি তাঁর বাবার বেকারিতেই ছিলেন। বাবাকে বলেছিলেন যে তিনি বাড়ি যাচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যেই ফিরে আসবেন। দীর্ঘ ক্ষণ কেটে যাওয়ার পরও বেকারিতে ফিরে আসেননি ওই পরীক্ষার্থিনী। তাঁর মা ছুটে যান বাড়িতে। গিয়ে তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা তরুণীর নিথর দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। পুলিশ জানিয়েছে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এই ঘটনায়। গত আট বছরে তামিলনাড়ুতে কমপক্ষে ২০ জন NEET পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। চলতি মাসেরই ১ তারিখ তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার টিন্ডিভানামের ১৯ বছর বয়সি এক ছাত্র NEET-তে খারাপ ফলাফল করার ভয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন : উপচে পড়ছে সুইমিং পুলের জল! দুলছে চারদিক! হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় খোলা আকাশের নীচে শিশু প্রসব করালেন ডাক্তাররা! ভাইরাল ভিডিও দেখলে কেঁপে উঠবেন আপনিও
প্রসঙ্গত তামিলনাড়ু সরকার দীর্ঘদিন ধরে NEET-এর বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, এই পরীক্ষা অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের এবং তামিল-মাধ্যমের শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধকতাপূর্ণ। শুক্রবার ওই তরুণীর আত্মহত্যার ঘটনার পর, মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এবং তার দলের সমালোচনা করে এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পালানিস্বামী বলেন, ডিএমকে ক্ষমতায় এলে তামিলনাড়ুতে NEET অনুষ্ঠিত হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে তাঁরা শিক্ষার্থীদের প্রতারণা করছেন।
advertisement
advertisement
advertisement
“ডিএমকে ক্ষমতায় এলে তামিলনাড়ুতে কোনও NEET হবে না বলে মিথ্যাচারণ করে এবং শিক্ষার্থীদের প্রতারণা করেছে। NEET-এর কারণে ক্রমাগত মৃত্যু কি সেটা ডিএমকে-র জন্য উদ্বেগের কারণ নয়?” শ্রী পালানিস্বামী তামিল ভাষায় পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে।
If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
বাংলা খবর/ খবর/দেশ/
NEET 2025: বাবা মাকে জানান মানসিক চাপের কথা, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (NEET)-এর প্রস্তুতি নেওয়ার সময় ‘আত্মঘাতী’ তরুণী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement