TRENDING:

IAS Rule Amendment: আইএএস আইন সংশোধনের চেষ্টা হলে আদালতের দ্বারস্থ হবে তৃণমূল

Last Updated:

আইএএস আইন সংশোধনের চেষ্টা হলে সংসদে বিরোধিতা যেমন হবে, তেমনই আদালতের দ্বারস্থ হবে তৃণমূল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার‌ আইএএস অফিসারদের কেন্দ্রীয় ক্যাডারে বদলি সংক্রান্ত আইন সংশোধন করবে। এই আইনে সংশোধনী এনে মোদি সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করার পাশাপাশি রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলা হয়েছে। তা নিয়েই তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অবসরপ্রাপ্ত আমলা জহর সরকার। গায়ের জোর খাটিয়ে মোদি সরকার রাজ্যের ক্ষমতা এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন তিনি। স্পষ্ট ইঙ্গিত দিলেন, আইএএস আইন সংশোধনের চেষ্টা হলে সংসদে বিরোধিতা যেমন হবে, তেমনই আদালতের দ্বারস্থ হবে তৃণমূল।
advertisement

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিল্লিতে এ নিয়ে বলেন, "আইএএস, আইপিএস অফিসাররা কেন্দ্রীয় সরকারের অধীন। কেন্দ্র তাঁদের নিয়োগ করে, আবার রাজ্যেও পাঠিয়ে দেয়। সেই অধিকার রয়েছে কেন্দ্রীয় সরকারের।"সেখানেই আইএএস ক্যাডারদের বদলি নিয়ে প্রাক্তন আমলা বলেন, মোদি সরকার গায়ের জোর দেখিয়ে এই আইন সংশোধন করতে চাইছে। তাঁর অভিযোগ, যে সমস্ত কারণে বা যে সমস্ত নিয়ম মেনে একজন আমলা কেন্দ্রীয় ক্যাডারে বদলি হন বা চাকরি করেন এ ক্ষেত্রে সেসব নিয়ম মানা হয়নি। উদাহরণ হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন তিনি। স্বেচ্ছায় দীর্ঘসময়ে তিনি কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করেছেন বলে জানান জহরবাবু। তাঁর আরও দাবি, বর্তমান সরকারের অধীনে কাজ করতে চাননা কোনও অফিসার। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এনিয়ে আইনি লড়াইয়েরও সুযোগ রয়েছে। নতুন যে সংশোধন আনা হচ্ছে, তাতে রাজ্য সরকার  কোনও আইএএস কে ছাড়তে না চাইলে এবং তা নিয়ে মতবিরোধ তৈরি হলে একটি নির্দিষ্ট সময়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে কেন্দ্রীয় সরকার। সেই সময় সেই আইএএস অফিসারকে ছাড়তে বাধ্য হবে রাজ্য। এদিন দিল্লিতে স্বাধিকার সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন জহর সরকার। বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

RAJIB CHAKRABORTY

বাংলা খবর/ খবর/দেশ/
IAS Rule Amendment: আইএএস আইন সংশোধনের চেষ্টা হলে আদালতের দ্বারস্থ হবে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল