স্বাতী লেখেন, "এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হলে চণ্ডীগড়ের হেল্থ সেক্রেটারি আইএস অফিসার যশপাল গর্গ সিপিআর-এর মাধ্যমে সঙ্গে সঙ্গে তাঁর শুশ্রূষা শুরু করে দেন। তাঁর কাজ প্রশংসনীয়।" তাঁর আরও সংযোজন, "হৃদরোগের পরও প্রাণ বাঁচানো সম্ভব। সকলের সিপিআর শিখে রাখা উচিত। "
আরও পড়ুন : কয়েক টুকরোতে খণ্ডিত বিমান তিনটি পণ্যবাহী গাড়িতে পাড়ি দিল কলকাতা থেকে ভুবনেশ্বর
advertisement
বুধবার এক বিশেষ কাজে চণ্ডীগড় সেক্টর ৪১-এর বাসিন্দা জনকলাল গিয়েছিলেন চণ্ডীগড় হাউসিং বোর্ডের অফিসে। সেখানেই তিনি আচমকা লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান গর্গ। প্রায় ১ মিনিট ধরে সিপিআর করে তিনি তাঁকে ধীরে ধীরে সুস্থ করে তোলেন। এর পর তাঁর সংজ্ঞা ফিরে আসে।
আরও পড়ুন : ফ্যাশন ডিজাইনিং ছেড়ে পাইস হোটেলে, অফিসপাড়ার ফুটপাতের সপ্রতিভ নন্দিনী এখন ভাইরাল
সংবাদমাধ্যমে গর্গ বলেন, "আমি আমার চেম্বারে ছিলাম। তখন এক আধিকারিক ছুটতে ছুটতে এসে জানান একজন এই অফিসে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। আমি সেখানে ছুটে যাই এবং সিপিআর দিতে শুরু করি। " তাঁর করা প্রাথমিক শুশ্রূষার পর অসুস্থ জনকলালকে ভর্তি করা হয় চণ্ডীগড়ের সেক্টর ১৬-র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।