সূত্রের খবর, ‘সীমান্তে চিনা হেলিকপ্টারের মুভমেন্ট বেড়েছে ৷ আর এটা হতেই ভারতীয় যুদ্ধবিমান তড়িঘড়ি লাদাখ সেক্টরের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে ৷ ’ বিমান বাহিনীর মধ্যে থাকা উচ্চপদস্থ আধিকারিকের থেকে এই খবর পাওয়া গেছে ৷
সূত্র এও জানিয়েছে বেশ কয়েক বছরে এভাবে কখনও সীমান্তে চিন বায়ু সেনার বিমান এভাবে এত সংখ্যায় পাঠায়নি ৷ চিন বায়ু সীমা দিয়ে সীমান্ত লঙ্ঘনের যে চেষ্টা করছে তাতে চিন্তা বেড়েছে ৷
advertisement
গত সপ্তাহে ভারত ও চিনের সেনা পূর্ব লাদাখে বেশ কঠিন গুলির লড়াইতে রত ছিল ৷ উত্তর সিকিমে নাকু লা -পাসের কাছে এই গুলির লড়াই হয়েছিল৷ মে মাসের ৫ তারিখে প্যানগগ লেকের উত্তর তীরে সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল যা পরদিন সকালে কথা বিনিময়ের পর থেমেছিল ৷
সে সময় লড়াইতে দু পক্ষের সেনার চোট ও জখম হয়েছিল ৷ সে সময় দু পক্ষই একে অপরকে পাথর ছুঁড়েছিল ৷ যাতে প্রায় দু দিকেরই ২০০ সেনা যুক্ত হয়েছিলেন ৷ পরিস্থিতি সামলাতে সীমান্ত এলাকায় অতিরিক্তি সেনা মোতায়েন করা হয়৷
অন্য আরেকটি ঘটনায় ১৫০ ভারতীয় ও চিনা সেনীর মধ্যে লড়াই হয় ৷ নাকু লা পাসের কাছে সেই ঘটনায় সিকিম সেক্টরে ১০ জন সেনা আহত হন ৷ ভারত ও চিন লাইন অফ অ্যাক্চুয়াল কন্ট্রোল ৩৪৮৮ কিলোমিটার বিস্ৃত ৷ এটাই দু দেশের বিস্তৃত সীমা ৷